আদালতে মামলা চলায় রাজ্যে শিক্ষকদের ১৭ হাজার শূন্যপদে নিয়োগ হচ্ছে না। মঙ্গলবার আসানসোলের সভা থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “১৭ হাজার শিক্ষকের চাকরি রয়েছে আমার কাছে। কিন্তু কীভাবে নিয়োগ করব? আদালত অনুমতি না দিলে নিয়োগ করা তো সম্ভব নয়। আমরা আদালতের সিদ্ধান্ত মেনে চলব।” এরপরই সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তুলোধনা করেন তৃণমূল নেত্রী। বলেন, “বিকাশবাবু একের পর এক মামলা করছেন। আদালত নিয়োগ বন্ধ করে দিচ্ছে। ওনার তো অর্থের কোনও অভাব নেই। আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনার জন্য চাকরি আটকে যাচ্ছে আপনাকে দিতে হবে।”
আরও পড়ুন: কলকাতাকে হারিয়ে দেবে বর্ধমান, আশা মুখ্যমন্ত্রীর
আসানসোলের কর্মিসভায় তৃণমূল নেত্রীর বক্তব্যের মধ্যে কয়েকজন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী এই বিষয়ে প্রশ্ন করলে মমতা জানান, ১৭ হাজার শূন্যপদ থাকলেও নিয়োগ করতে পারছেন না তিনি। মমতা মনে করিয়ে দেন বিজেপি শাসিত ত্রিপুরায় হাজার হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। মুখ্য়মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, রাজ্য সরকার শিক্ষকের চাকরি দিতে প্রস্তুত। কিন্তু একের পর এক মমলার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছে। টেট উত্তীর্ণ মামলাকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা মামলা তুলে নিন অথবা আপনাদের স্বপক্ষে রায় নিয়ে আসুন, আমি চাকরি দিতে প্রস্তুত।”