ললিপপ: অগ্নিপথ বিজেপির বড় দুর্নীতি, নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

অগ্নিপথ (Agnipath) আসলে বিজেপির আরও এক দুর্নীতি। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একটি ললিপপ। এছাড়া এই ইস্যুতে দেশের যুবসমাজের কাছে তাঁর আর্জি, বিজেপির পাতা ফাঁদে যেন তাঁরা পা না দেন। আসানসোল থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেনা নিয়োগের নয়া পন্থা অগ্নিপথকে কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলছে দেশে। অগ্নিপথের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবারও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

আসানসোলের পোলো গ্রাউন্ডে কর্মিসভায় উপস্থিত হয়ে মঙ্গলবার কেন্দ্রকে তোপ দেগে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Agnipath- Mamata Banerjee)। তিনি বলেন, “৪ বছর চাকরি দেয়নি ওরা। আর এবার সাধারণ ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ পাবেন না। প্রশিক্ষণ পাবেন বিজেপির কিছু শাখার লোকজন। সেনাকে সামনে রেখে চালাকি করছে কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্পে রাজ্যে পিছু কয়েক হাজার ছেলেমেয়ে চাকরি পাবেন। তাও মেরেকেটে মাত্র ৪ বছরের জন্য।” একইসঙ্গে তিনি যোগ করেন, “অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি। ভোট মিটলেই অগ্নিবীরদের বাড়ি পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।”

আরও পড়ুন: মামলার জের: শিক্ষকদের ১৭ হাজার শূন্যপদে নিয়োগ হচ্ছে না, জানালেন মুখ্যমন্ত্রী

অগ্নিবীরদের মেয়াদ শেষের পর ছেলেমেয়েদের চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্যসরকারের উপর কেন্দ্র চাপিয়ে দেবে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “কর্নেলবাবু চিঠি দিয়েছেন। বলছেন, ৪ বছর পর অগ্নিবীরদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কেন্দ্রে ওদের ডাটা ব্যাংক আমাদের দিয়ে দেবে। তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকেই।” একইসঙ্গে তিনি বলেন, “চাকরি দিতে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপির পাপ আমি কেন নেব? বিজেপির লোকেদের আমি কেন চাকরি দেব? ওদের ময়লা ওদেরই সাফ করতে হবে। আমার রাজ্যে যুবক-যুবতীর অভাব নেই। চাকরি চাইলে, সবার আগে তাঁদের চাকরি দেওয়া হয়।” অগ্নিবীরদের ৬০ বছরের জন্য চাকরির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “৪ বছরের চাকরিতে জীবন চলে না। চাকরি করতে দিতে হবে ৬০ বছর পর্যন্ত। সেটা না পারলে মিথ্যা কথা বলবেন না। আসলে এটা একটা দুর্নীতি। বিরাট বড় দুর্নীতি।”

Latest article