লাগাতার বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা। ব্যতিক্রম নয় ভোটের ভবানীপুর।এর মধ্যেই ডুবেছে ভবানীপুর বিধানসভার অন্তর্গত বেশ কয়েকটি অঞ্চল। তবে জল দ্রুত নামাতে তৎপর কলকাতা পুরসভা। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এবার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
বৃষ্টি মাথায় নিয়ে এদিন সকাল থেকেই ভবানীপুরের ২৮৭টি বুথে ভোটকর্মীরা যাচ্ছেন। তাঁদের সুবিধার দিকে নজর ছিল কমিশনের। সবমিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করে সুষ্ঠভাবে ভোট পরিচালনা করতে তৎপর কমিশন। পাশে রয়েছে রাজ্য প্রশাসন।
আরও পড়ুন-গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিংয়ে ছয়লাপ, কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগদান
প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় রেখে ভবানীপুর উপনির্বাচনে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—
যে এলাকাগুলিতে জল জমে, সেগুলিকে চিহ্নিত করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে পাম্পিং মেশিন লাগিয়ে দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি নিকাশি নালা পরিষ্কার করা হয়েছে। শহরের সব পাম্পিং স্টেশন চালু রেখেছে পুরসভা।
সেক্টর অফিসাররা জলমগ্ন এলাকা চিহ্নিত করে পরিদর্শন করেছেন।
নবান্নের নির্দেশে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তৈরি আছেন।
প্রতিটি ভোটকর্মীকে দেওয়া হচ্ছে রেন কোট
ইভিএম মেশিনের যাতে ক্ষতি না হয়, তার জন্য আলাদা পাস্টিক কভারের ব্যবস্থা করা হয়েছে।
করোনার বিধি মেনে থার্মাল গান, পর্যাপ্ত মাস্ক, সানিটাইজার, গ্লাভস রাখা হচ্ছে।
যদি কোনও করোনা আক্রান্ত্র ভোটার বুথে আসেন, তার জন্য পিপিই কিট দেওয়া হয়েছে।
প্রতিটি বুথে শেডের ব্যবস্থাও করা হয়েছে
যে সকল এলাকায় জল জমার প্রবণতা বেশি, সেই সকল অঞ্চলের পোলিং স্টেশনগুলির বুথগুলোকে একতলা থেকে দোতলায় তুলে স্থানান্তর করা হয়েছে।
কমিশনের পক্ষ থেকে বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে কমিশন