সোনিয়াকে চিঠি আজাদের, ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল

Must read

প্রতিবেদন: আরও স্পষ্টভাবে প্রকাশ্যে চলে গেল কংগ্রেসের অভ্যন্তরীণ দলীয় কোন্দল। কপিল সিব্বলের পর এবার কংগ্রেসের বলিষ্ঠ নেতা গুলাম নবি আজাদ দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন। সূত্রের খবর, সোনিয়াকে লেখা চিঠিতে যত দ্রুত সম্ভব কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের আবেদন জানানো হয়েছে।

গুলাম নবি আজাদের আগে কংগ্রেসের বরিষ্ঠ নেতা কপিল সিব্বল যত দ্রুত সম্ভব ওয়ার্কিং কমিটির বৈঠকের দাবি জানিয়েছিলেন। বুধবার জি-২০ নেতাদের তরফের সাংবাদিক বৈঠক করে কপিল সিব্বল প্রশ্ন তুলেছিলেন, দলে কোন সভাপতি নেই। যদি সভাপতি না থাকে তাহলে সিদ্ধান্ত কে নিচ্ছে? তিনি বলেন, কংগ্রেস ছাড়ার বিষয়ে মানুষের মনে একটি প্রশ্ন রয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদ দল ছেড়েছেন। নেতারা যদি দল ছেড়ে যাওয়া বন্ধ না করে, তাহলে দল বিশাল ক্ষতির সম্মুখীন হবে। এভাবে বসে বসে আমি দলের ক্ষতি দেখতে পারি না। আমি দলের সঙ্গে আছি, কোনো ব্যক্তির সঙ্গে নেই।

জি২৩ নেতাদের প্রসঙ্গে কপিল সিব্বল বলেন, আমি সেই ব্যক্তি নই যে দল ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আমরা শক্তিশালী। যারা নেতৃত্বের ঘনিষ্ঠ ছিল তারাই দল ছেড়েছেন, এবং যাদের ঘনিষ্ঠ হিসেবে ধরা হতো না তারা এখনো দলের সঙ্গে জুড়ে থেকে লড়াই করে চলেছেন।

আরও পড়ুন: গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিংয়ে ছয়লাপ, কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগদান

Latest article