কেন্দ্রের আবাস যোজনার টাকা আটকে দেওয়ার জের, বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি

সনাতন পাল ও স্বপন পাল, এই দুই ভাই পরিবার নিয়ে বসবাস করতেন এই বাড়িতে। দুই পরিবারের চার শিশু-সহ ১৪ জন বসবাস করতেন এই বাড়িতে

Must read

সংবাদদাতা, চন্দ্রকোণা : কেন্দ্রীয় সরকার প্রতিহংসা রাজনীতি করতে গিয়ে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। ফলে মাটির বাড়িকে আর পাকা বাড়ি করা হয়ে ওঠেনি সনাতন ও স্বপন পালদের। তারই খেসারত দিতে হল। টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা মাটির বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার রাধাবল্লভপুর এলাকার ঘটনা। কয়েকদিনের টানা বৃষ্টিতে ও পাশের একটি নালা জলে ভরে যাওয়ার কারণে আজ দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলা মাটির বাড়িটি।

আরও পড়ুন-ভাগীরথী-অজয়ের জলে ভাঙছে নদীপাড় দামোদরে নিখোঁজ ১, কাঁচাবাড়ি ভেঙে জখম ২

সনাতন পাল ও স্বপন পাল, এই দুই ভাই পরিবার নিয়ে বসবাস করতেন এই বাড়িতে। দুই পরিবারের চার শিশু-সহ ১৪ জন বসবাস করতেন এই বাড়িতে। গতকাল সন্ধে থেকে বাড়িতে ফাটল লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। আজ দুপুর নাগাদ ভেঙে পড়ে বাড়িটি। যদিও প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। বাড়ি ভেঙে যাবে বুঝতে পেরে বাড়ির আসবাবপত্র অন্যত্র সরাতে শুরু করেন পরিবারের সদস্য। কিন্তু লাভের লাভ কিছুই হল না। বাড়ি থেকে আসবাবপত্র বের করার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। পরিবারের অভিযোগ, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে না রাখলে, এতদিনে তাঁদের পাকা বাড়ি হয়ে যেত, এরকম ভয়ঙ্কর সমস্যায় পড়তে হত না। অবশ্য বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই স্থানীয় প্রশাসন তাঁদের পাশে দাঁড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বও সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছে।

Latest article