সপ্তাহের মাঝে হঠাৎই বন্ধ দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো (Kolkata Metro) পরিষেবা। তার থেকেও দুর্ভাগ্যজনক ছয়ঘণ্টা পার হয়ে গেলেও মেরামতি করে এই রুটে মেট্রো চালানো গেল না। মেট্রো রেল কর্তৃপক্ষ বিকাল পাঁচটাতেও জানাতে পারলেন না কতক্ষণে এই পরিষেবা স্বাভাবিক হবে। নোয়াপাড়া আর বরানগরের মাঝে মেট্রোর থার্ড লাইনে সমস্যা হওয়ায় দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। যদিও দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন- নয়া সংসদ ভবনের নিরাপত্তা-পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল
সম্প্রতি সপ্তাহের মাঝে বেশ কয়েকদিন কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যহত হতে দেখা গিয়েছে – কখনও রবীন্দ্রসদন, কখনও শোভাবাজারে পরিষেবা বন্ধ হয়েছে। তার জন্য দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যহত হয়ে গিয়েছে। কিন্তু ঘণ্টাখানেক বা দেড় ঘণ্টার মধ্যে সেই পরিষেবা স্বাভাবিকও হয়েছে। বৃহস্পতিবার সেই পরিষেবাও দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। ২টো ৫ মিনিটে গোলযোগ দেখা যায়। ২টো ১৮ থেকে ব্লক নিয়ে শুরু হয় মেরামতি। কিন্তু ৬ঘণ্টায়ও শেষ হল না মেরামতি। কলকাতা শহরে পরিষেবা বাড়াতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে গড়িয়া-রুবি রুটে মেট্রোর চলাচল। তার আগে দক্ষিণেশ্বর-দমদম রুটে ঘণ্টার পর ঘণ্টা বন্ধ মেট্রো চলাচল।