অতিমারির প্রকোপ কাটিয়ে দ্রুত ছন্দে ফিরছে দুনিয়া। ক্রমশ স্বাভাবিক হচ্ছে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান চলাচল। দিন দিন চাহিদা বাড়ছে বিমানের টিকিটের। পুজো উপলক্ষে সেই চাহিদা নতুন মাইলস্টোন স্পর্শ করল। বিমানবন্দর কর্তৃপক্ষ ট্যুইট করে জানিয়েছেন, গত ১৭ অক্টোবর কলকাতা বিমানবন্দর ৪৪ হাজার যাত্রীকে পরিষেবা দিয়েছে। যা করোনা পরবর্তীকালে রেকর্ড বলে মনে করা হচ্ছে। ওই দিন যাত্রী পরিবহণের জন্য মোট ৩০৬টি অন্তর্দেশীয় বিমান ওঠানামা করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।
আরও পড়ুন-পোস্টাল ব্যালট নয়, বয়স্করা বুথে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে
মনে করা হচ্ছে, এবার ভারতের অসামরিক বিমান চলাচল ব্যবস্থা নতুন করে ঘুরে দাঁড়াবে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, অক্টোবরে বিমান ও যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে। সপ্তমী থেকে দশমী এই চারদিনেই মোট ১২৪৬টি বিমান ওঠানামা করেছে। যারা মোট এক লাখ ৫৫ হাজার ৩০৭ জন যাত্রী পরিবহণ করেছে। ১১ অক্টোবর ষষ্ঠীর দিন ৪৭,১৯৩ জন যাত্রী কলকাতা বিমানবন্দর ব্যবহার করেছেন। পুজোর শেষে ১৭ অক্টোবর কলকাতা বিমানবন্দরে আসা-যাওয়া যাত্রীর সংখ্যা ছিল ৪৪ হাজার। গত বছর দুর্গাপুজো তো বটেই, গত ২০ মাসে কখনও এত বিপুল যাত্রী কলকাতা বিমানবন্দর ব্যবহার করেননি। হঠাৎ করে যাত্রীসংখ্যা ৫৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় খুশি বিমানবন্দর কর্তৃপক্ষ।