প্রতিবেদন : এএফসি কাপে গ্রুপ পর্বে মোহনবাগানকে খেলতে হবে গত মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন ওড়িশা এফসি-র বিরুদ্ধে। সার্জিও লোবেরা কোচ হয়ে আসার পর এবার ওড়িশা আরও শক্তিশালী। বেশ কয়েকজন ভাল দেশি-বিদেশি ফুটবলারকে তারা সই করিয়েছে।
আরও পড়ুন-হেরেও স্বস্তি দক্ষিণী খাবারে
ওড়িশা ছাড়াও এএফসি কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে খেলতে হবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। সেপ্টেম্বর থেকে এএফসি কাপের মূলপর্বের প্রতিযোগিতা শুরু হচ্ছে। বৃহস্পতিবার গ্রুপ বিন্যাস হল এএফসি কাপের। ১৮ সেপ্টেম্বর ওড়িশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অভিযান শুরু বাগানের। এএফসি কাপের মূলপর্বের সূচি প্রকাশের দিনই ডুরান্ড কোয়ার্টার ফাইনালে মুম্বই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। কামিন্স, হুগো বুমোস, আর্মান্দো সাদিকুরা বৃহস্পতিবার মাঠে নামলেও হালকা অনুশীলন করেন।
আরও পড়ুন-নির্বাসিত কুস্তি সংস্থা, চরম বিপদে সাক্ষীরা
আবাহনীর বিরুদ্ধে যাঁরা পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না, তাঁদের নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বিভিন্ন সিচ্যুয়েশন প্র্যাকটিস সারেন। এছাড়াও সেট পিস অনুশীলনও হয়। রক্ষণে দুর্বলতা চোখে পড়েছে ডার্বি এবং আবাহনী ম্যাচে। অনুশীলনে রক্ষণ মেরামতের কাজেও ব্যস্ত থাকেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। পাশাপাশি চলছে ফুটবলারদের ফিটনেস বাড়ানোর ট্রেনিং।
আরও পড়ুন-স্বপ্নভঙ্গ প্রজ্ঞার, কার্লসেনই বিশ্বসেরা
মুম্বই কার্যত পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে ডুরান্ড খেলতে। অপরাজিত থেকে দাপটে কোয়ার্টার ফাইনালে উঠেছে দেস বাকিংহামের দল। জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে মোহনবাগানকে।