স্বপ্নভঙ্গ প্রজ্ঞার, কার্লসেনই বিশ্বসেরা

প্রথম দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। ৪৭ মুভের পর টাইব্রেকে প্রথম রাউন্ড জিতে ১-০ তে লিড নেন কার্লসেন।

Must read

বাকু, ২৪ অগাস্ট : একজন চৌষট্টি খোপের জগতের কিংবদন্তি। বিশ্বের এক নম্বর দাবাড়ু। অন্যজন ১৮ বছরের প্রতিভাবান দাবাড়ু। আজারবাইজানের বাকুতে বিশ্বকাপ দাবার ফাইনালে অভিজ্ঞতা বনাম তারুণ্যের হাড্ডাহাড্ডি লড়াই দেখল বিশ্ব। তিন দিন ধরে দাবা বিশ্বকাপ ফাইনালের ফয়সালা হল রুদ্ধশ্বাস টাইব্রেকারে। ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ ভারতীয় দাবার বিস্ময় আর প্রজ্ঞানন্দের। অভিজ্ঞতাতেই বাজিমাত করে ফের একবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার। প্রজ্ঞার ভুলের সুযোগ নিয়ে র‍্যাপিড টাইব্রেকে ১.৫-০.৫ জিতলেন কার্লসেন। বিশ্বকাপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল প্রজ্ঞাকে। তবে টুর্নামেন্ট জুড়ে প্রজ্ঞার লড়াই ভুলবে না দাবা বিশ্ব।

আরও পড়ুন-সৌরভ বললেন, কাপ জিততে রোহিতদের ভাল ব্যাট করতে হবে

প্রথম দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। ৪৭ মুভের পর টাইব্রেকে প্রথম রাউন্ড জিতে ১-০ তে লিড নেন কার্লসেন। দ্বিতীয় রাউন্ড জিততেই হত প্রজ্ঞানন্দকে। কিন্তু ২২ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই প্রতিযোগী। চ্যাম্পিয়ন হন কার্লসেন। টাইব্রেকারে প্রথম রাউন্ডে একটি চাল দিতে গিয়ে প্রায় সাত মিনিট সময় নেন প্রজ্ঞা। সময়ের নিরিখে বেশ কিছুটা পিছিয়ে পড়ায় চাপে পড়ে যান ভারতীয় দাবাড়ু। ফলে ভুলও করেন। রাজা অরক্ষিত থেকে যায়। সেই সুযোগ নিয়ে বাজিমাত করেন কার্লসেন। হার স্বীকার করে নেন প্রজ্ঞা।

আরও পড়ুন-রাজ্য থেকে কোভিড বিধি প্রত্যাহার মুখ্যমন্ত্রীর

দ্বিতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবিধা পান কার্লসেন। চাপে থাকা প্রজ্ঞা প্রতিটি চাল দিতেই সময় নিচ্ছিলেন। কার্লসেন খোশমেজাজে ছিলেন হাতে সময় থাকায়। শেষ পর্যন্ত ২২ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নেন দু’জন। টাইব্রেকে প্রথম রাউন্ড জেতায় চ্যাম্পিয়ন কার্লসেন। ইতিহাস গড়া হল না প্রজ্ঞার। বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসেবে বিশ্বকাপ জেতা হল না তাঁর। তবু মাত্র ১৮ বছরের কিশোরের সাফল্যে মুগ্ধ দেশের ক্রীড়ামহল। কিংবদন্তি শচীন তেন্ডুলকর ট্যুইটারে প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, অবিশ্বাস্য টুর্নামেন্টের জন্য অভিনন্দন। স্বপ্নকে তাড়া করে যাও এবং ভারতকে গর্বিত করো এভাবেই।

Latest article