সৌরভ বললেন, কাপ জিততে রোহিতদের ভাল ব্যাট করতে হবে

সৌরভ বুমরার প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, বুমরা আয়ারল্যান্ডে ভাল বল করেছে। এটা খুব ভাল ব্যাপার। ও টি-২০ ক্রিকেট দিয়ে ফিরেছে।

Must read

প্রতিবেদন : বিশ্বকাপে প্যানিক ব্যাটনে চাপ দেওয়ার কোনও দরকার নেই। রোহিত শর্মাদের এটা মাথায় রাখতে হবে যে, রোজ রোজ কাপ জেতা যায় না। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ভারত কাপ জিততেই পারে। কিন্তু সেক্ষেত্রে রোহিতের ভাল ব্যাট করতে হবে। রান তুলতে হবে। এদিকে, ২ সেপ্টেম্বর ক্যান্ডির পাল্লেকেলে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। ভারত-পাক ম্যাচের উত্তাপ এসে পড়েছে প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপরেও। সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, কে জিতবে এই ম্যাচ?

আরও পড়ুন-রাজ্য থেকে কোভিড বিধি প্রত্যাহার মুখ্যমন্ত্রীর

তিনি জবাবে বলেন, এই ম্যাচে কে জিতবে সেটা আগে থেকে বলা কঠিন। ভারত-পাক ম্যাচে ফেবারিট খুঁজে বের করা মুশকিল। পাকিস্তান ভাল দল। আর দল হিসাবে ভারত অবশ্যই ভাল দল। এশিয়া কাপের গ্রুপ স্টেজে এটাই সবথেকে বড় ম্যাচ। এই টুর্নামেন্টে ভারত এবার পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে। জসপ্রীত বুমরা আগেই ফিরেছেন। তিনি আয়ারল্যান্ড সফরে ভারতের নেতৃত্ব দিয়েছেন। এশিয়া কাপে ফিরেছেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুলও। ফলে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবেন রোহিত শর্মা। ১১ মাস পর ভারতের জার্সিতে আয়ারল্যান্ডে নজর কেড়েছেন বুমরা। তাঁর প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে দলে।

আরও পড়ুন-চন্দ্রযান ৩-এর সাফল্য, ইসরোকে অভিনন্দন রাজ্য বিধানসভার

সৌরভ বুমরার প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, বুমরা আয়ারল্যান্ডে ভাল বল করেছে। এটা খুব ভাল ব্যাপার। ও টি-২০ ক্রিকেট দিয়ে ফিরেছে। এবার একদিনের ম্যাচও পাবে। ওকে দশ ওভার বল করতে হবে। সুতরাং সময়ের সঙ্গেই বুমরার ফিটনেস লেবেল বেড়ে যাবে। এশিয়া কাপের দলে যুজবেন্দ্র চাহালের না থাকা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। কিন্তু সৌরভ বলেছেন, ভারতীয় দলের কাছে তিনজন স্পিনারকেই নেওয়ার সুযোগ ছিল। আমার মনে হয় ওরা অক্ষরকে দলে নিয়ে ভালই করেছে। কারণ, ও ব্যাট করতে পারে।

Latest article