চন্দ্রযান ৩-এর সাফল্য, ইসরোকে অভিনন্দন রাজ্য বিধানসভার

Must read

চন্দ্রযান ৩ এর সফল অবতরণ নিয়ে বিধানসভায় (Assembly) অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চন্দ্রযান ৩-এর সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানাল হল রাজ্য বিধানসভার (Assembly) তরফে। সেখানে এই সাফল্যের জন্য দেশের বিজ্ঞানীদের ধন্যবাদ জানানো হয়। এদিন এই ধন্যবাদ প্রস্তাবে বিজেপির তরফে বক্তব্য রাখেন মুখ্য সচেতক মনোজ টিগ্গা এবং শাসকদলের তরফ থেকে বক্তব্য রাখেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন-চাঁদে ‘যান’-এর সাফল্য, ডুডল বানিয়ে ISRO-কে কুর্নিশ গুগলের

এদিন প্রশ্নোত্তর পর্বের সূচনায় অধ্যক্ষ ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান অধ্যক্ষ। এরপর এ বিষয়ে বক্তব্য রাখার জন্য তিনি শাসক এবং বিরোধী উভয়কেই অনুরোধ করেন। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “গর্বের দিন প্রতিটি নাগরিকের। এই টিমের মধ্যে একুশ- বাইশ জন বাঙালি রয়েছেন। তবে আনন্দের মধ্যে পরিতাপের বিষয় হল শেষ কয়েক মিনিট ধরে উল্লেখ থাকবে আমরা চন্দ্রযান অবতরণ দেখতে পেলাম না।” বিরোধী পক্ষের তরফে মনোজ টিগ্গা বলেন, “দেশবাসী হিসেবে আমরা গর্বিত। সাফল্যের সঙ্গেই পৌঁছেছে চন্দ্রযান-৩ ।” রাজ্য সরকারের মাধ্যমে বিধানসভায় এই প্রস্তাব আলোচনার পর ইসরোর কাছে তা পাঠানো হবে বলে সভায় জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

Latest article