বাঁশের তৈরি দুর্গাপ্রতিমা ফালাকাটায়

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ার: বাঁশের তৈরি দুর্গাপ্রতিমা-সহ নানা জিনিস এবারের পুজোর মূল আকর্ষণ ফালাকাটা কলেজপাড়ার পুজোর। এবারের পূজায় বাঁশের তৈরি একটি আস্ত ট্রেন ছুটবে ফালাকাটা শহরের কলেজপাড়ার মণ্ডপের ট্র্যাক ধরে। শুধু তাই নয়, আওয়াজ করে বাঁশের তৈরি হেলিকপ্টারও উড়বে এই মণ্ডপে। ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন পুজোর এবারে ৪৫ তম বর্ষ।

আরও পড়ুন-ছোটদের তৈরি পটচিত্র মন্ডপ কলকাতায়

মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা সবই সুনিপুণ বাঁশের কারুকাজে তৈরি করা হয়েছে। প্রতি বছরই বড় বাজেটের থিম পুজো করে জেলায় সাড়া ফেলেছে কলেজপাড়া। শুধু চলন্ত ট্রেনই নয়, সিগন্যালিং ব্যবস্থা-সহ একটি রেল স্টেশনও তৈরি করা হয়েছে বাঁশের কারুকার্যে। দেখা যাবে বাঁশের তৈরি সাইকেল ও টোটো সহ বিভিন্ন যানবাহনও। এদিকে আলোকসজ্জাতেও থাকছে বাঁশের কাঠামোয় তৈরি অসংখ্য হ্যাজাক। থিমের সঙ্গে সামঞ্জস্যত রেখে মণ্ডপসজ্জায় দেখা যাবে গ্রামবাংলার বাঁশের অনেক কাজের নমুনাও। এই পুজো এবার বিশ্ব বাংলা জেলার সেরা পুজোর অন্যতম।

Latest article