এবার রাজ্যেই ঘটল জঘন্য ঘটনা। দুর্গা প্রতিমা ভাঙল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কামারপাড়ায়। বঙ্গের বাকি ক্লাবগুলির মতো দুর্গোৎসবে মেতে উঠেছে বালুরঘাটের ‘কচিপাতা সংঘ’ ক্লাব। দেবীর আবাহনের প্রস্তুতির মাঝেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল।
ক্লাবের মধ্যেই তৈরি হচ্ছে প্রতিমা। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান প্রতিমা ভেঙে গিয়েছে। খবর চাউর হতেই ছড়িয়েছে উত্তেজনা (Dakshin Dinajpur)। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ। চলছে তদন্ত। ক্লাব কর্তৃপক্ষ শীতল সরকার জানিয়েছেন, “হতে পারে কোনও ভবঘুরে এই কাজটি করেছেন। ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”
আরও পড়ুন-২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ১৫ জন শিশু, ক্ষোভ অভিষেকের
গতবছর হায়দরাবাদেও পুজোমণ্ডপে প্রতিমা ভাঙার ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত দুই মুসলিম মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পড়ে জানা যায় তারা মানসিক ভারসাম্যহীন। এর আগে ২০১৯ সালে কেতুগ্রামের শ্রীরামপুরেও এমন ঘটনা ঘটেছিল।