খুলেছে বাগান, পুজো হচ্ছে বান্দাপানিতে

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: রাজ্য সরকারের উদ্যোগে খুলেছে চা-বাগান। খুশির হাওয়া বইছে শ্রমিক মহল্লায়। এবার চা-মহল্লায় তাই ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের দেওয়া ৬০ হাজার টাকার চেক হাতে পেয়ে শ্রমিক মহল্লায় পুজোর আয়োজন করেন উদ্যোক্তা চা-শ্রমিকরা। পুজোর আয়োজনে হাত লাগিয়েছে আট থেকে আশি সকলেই। কারণ দীর্ঘ দশ বছর পর আবার বাগানের ধুমধাম সহকারে পুজো (Bandapani- Durga Puja) হচ্ছে, তাই কেউ এর আয়োজন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছেন না। বান্দাপানি (Bandapani- Durga Puja) বাগানের শ্রমিক মিনতি ওটাও বলেন, অনেকদিন পর বাগান খুলল, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। ওঁর প্রচেষ্টায় বাগান খোলায় আমরা প্রাণ ফিরে পেলাম। এবার তাই পুজোয় চুটিয়ে আনন্দ করব। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে বাগানগুলি খোলায় হাসি শ্রমিকদের মুখে। হাতে এসেছে বোনাসও।

আরও পড়ুন-নিজের টাকায় অস্থায়ী পুরকর্মীদের সাহায্য পুরপিতার

Latest article