উপচে পড়ল দর্শক

Must read

প্রতিবেদন, বহরমপুর : উপচে পড়ল দর্শকদের ভিড়। ষষ্ঠীর সকালেও এক চিত্র মুর্শিদাবাদের (Murshidabad) বিভিন্ন পুজো মণ্ডপে। আকাশের ভ্রূকুটিতে ঝুঁকি নিচ্ছেন না কেউই। শহরের পুজোর পাশাপাশি বহরমপুর ভাগীরথী নদীর পাড়ে রাধারঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বাপুজি ক্লাবের দুর্গাপুজো দেখতে উপচে পড়ল ভিড়। আমেরিকার হোয়াইটহাউসের আদলে পুজো মণ্ডপের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের কৌশিকানন্দজি মহারাজ, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল, জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন সহ অন্যরা। বহরমপুরের (Murshidabad, Baharampur) রাধারঘাট বাপুজি ক্লাবের ৭৫ তম দুর্গাপুজোর এবারের বাজেট ৪০ লক্ষ। গ্রামের সেই পুজো টেক্কা দিচ্ছে বহরমপুর শহরের বিগ বাজেটের পুজোগুলিকেও। বহরমপুর ভট্টাচার্যপাড়ায় থ্রিডি এফেক্ট মন কেড়েছে দর্শকদের। বহরমপুর বাবুলবোনা সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৬৪তম দুর্গাপুজোয় মিশরের পম অম্ব টেম্পলের আদলে পুজো মণ্ডপ। বাজেট প্রায় ২৫ লক্ষ টাকার। ওই পুজো প্যান্ডেল দেখতে পঞ্চমী থেকেই ভিড়। ষষ্ঠীর দিনেও উপচে পড়ল ভিড়। বালক সংঘ, বিষ্ণুপুর আমরা ক’জন ক্লাবের দীর্ঘ ৭০ ফুটের দুর্গাপুজো প্যান্ডেলে বনকাপাসি সাজের প্রতিমা দেখতে জেলার দলে দলে মানুষ শহরে প্রবেশ করছেন।

আরও পড়ুন-জাগোবাংলার স্টলের উদ্বোধন

Latest article