কেদারনাথ মন্দিরে কন্যাশ্রীর প্রচার

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: চা-বলয়ে কেদারনাথ মন্দির! আর মন্দিরের বাইরে রাজ্য সরকারের প্রকল্পগুলির বিষয়ে বলছেন কয়েকজন। আবহ সঙ্গীতেও প্রকল্পের গান। এমনই চমক দিচ্ছে হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ। এবার পুজোয় তাদের থিম কেদারনাথ মন্দির (Kedarnath Temple- Durga Puja)। পুজো কমিটির এক সদস্য জানান, প্রায় ১৫টি লাইভ স্ট্যাচু থাকবে মণ্ডপের বাইরে। রাজ্য সরকারের প্রকল্প চা সুন্দরী-সহ বাকি প্রকল্পগুলির সম্পর্কে দর্শনার্থীদের জানাবেন তাঁরা। পাশাপাশি প্রকল্পগুলি নিয়ে তৈরি গান বাজবে মণ্ডপে। পুজোর এই অভিনব কালচিনির এখন একমাত্র চর্চার বিষয়। হ্যামিল্টনগঞ্জের খেলার মাঠে আয়োজন করা হয় এই পুজোর। এবারে আঠাশ বছরে এই পুজো পদার্পণ করবে। পুজো নিয়ে কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple- Durga Puja) আদলে যেহেতু মণ্ডপ তৈরি হচ্ছে। তাই গত মাসের শেষের দিকে শুরু হয়েছে কাজ। বর্তমানে শেষ পর্যায়ে কাজ চলছে জোরকদমে। মণ্ডপ শিল্পীরা এসেছেন আলিপুরদুয়ার থেকে। পুজো কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বাগচী জানান, কেদারনাথ মন্দির থিমে রাখা হয়েছে চা বলয়ের মানুষদের কথা ভেবে। অনেকেই তো যেতে পারেনা কেদারনাথ। তারা এই মণ্ডপ দেখলে খুশি হবেন। করোনা পরিস্থিতি পেরিয়ে এবারে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে তিনি আশাবাদী। হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের এই মণ্ডপ তৈরি হচ্ছে আট লক্ষ টাকা খরচ করে। মণ্ডপের ভেতরে কেদারনাথ মন্দিরের ন্যায় বিভিন্ন মূর্তি রাখা হবে। আলোর ব্যবস্থা করবেন আলিপুরদুয়ারের আলোকশিল্পীরা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্বোধন খটঙ্গার পুজো, গ্রামের মানুষ ভাসছেন আবেগে

Latest article