প্রতিবেদন : ইউনেস্কোর খেতাব পেয়ে কলকাতার দুর্গাপুজো এখন ওয়ার্ল্ড হেরিটেজ। সেই খেতাব পাওয়ার একবছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে ১৫০ বছর পূর্তি হল কলকাতার বুকে ছুটে চলা জীবন্ত ঐতিহ্য ট্রামের (Theme- Tram)। এই দুই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতার একটি ট্রামকে নানা রঙে, নানা ছবিতে সুসজ্জিত করে তোলা হয়েছে। শুধু তাই নয়, তার ভিতরেও কলকাতার থিম পুজোর ছোঁয়া দেওয়া হয়েছে। দুই কামরার ওই ট্রামের একটি কামরাকে সুসজ্জিত করে তোলা হয়েছে ইউনেস্কো’র বিশ্ব ঐতিহ্যের তকমার সঙ্গে সামঞ্জস্য রেখে, অপরটিকে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার দুর্গাপুজোর থিম দিয়ে। এই ট্রামটি টালিগঞ্জ ও বালিগঞ্জের মধ্যে যাতায়াত করবে যা দক্ষিণ কলকাতার সব বড় পুজোগুলিকে ছুঁয়ে যাবে।
আরও পড়ুন- হকের টাকা দিতেই হবে, নইলে…
রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, ট্রামটির (Theme- Tram) প্রথম বগিতে কুমোরটুলির শিল্পীদের শ্রদ্ধা জানানো হয়েছে তাঁদের জীবনগাথা চিত্রিত করে। সঙ্গের ছবিতে ঠাঁই পেয়েছে দুর্গাপুজোর সময়ে হওয়া ধুনুচি নাচ ও সিঁদুরখেলাকেও। ছবিতে জায়গা করে নিয়েছে মহিলা ঢাকির দল এবং প্রতিবন্ধী শিল্পীরা। কারণ তাঁদের বাদ দিয়েও পুজো সম্পূর্ণ হয়ে ওঠে না। সেই বগির ভিতরে বেতের কাজ, আলপনা যেমন ব্যবহার করা হয়েছে, তেমনই মিউজিয়ামের ধাঁচে পুজোর সাজসজ্জাকে তুলে ধরা হয়েছে। এই ট্রামে যাঁরা উঠবেন তাঁরা সেখানে থাকা অডিওর মাধ্যমে উৎসবের পিছনে থাকা মানুষগুলির জীবনের গল্পও শুনতে পাবেন। এই ট্রামটি চলতি মাস থেকে একদম বছর শেষের দিন পর্যন্ত নিত্যদিন টালিগঞ্জ থেকে বালিগঞ্জের মধ্যে যাতায়াত করবে।