বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের ভুটান সীমান্তবর্তী ব্লক কুমারগ্রামের নিউ ল্যান্ডস চা-বাগানে, জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইকের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া দুর্গাপুজায়, বিগত বছরগুলোর মতোই অংশগ্রহণ করবেন ভুটানের দাগানা জেলার লিময়জনখা মহকুমার মহকুমা শাসক, পুলিশ আধিকারিক-সহ সাধারণ নাগরিকরা। প্রাচীন এই দুর্গাপুজাকে (Durga Puja- Bhutan) ঘিরে ব্লকের সব থেকে বড় মেলা বসে এই চা-বাগানের মাঠে। ব্লকের মানুষেরা সারা বছর ধরে এই মেলার অপেক্ষায় থাকে। পাহাড় জঙ্গল আর চা- বাগান ঘেরা এই এলাকার ছোট ছোট জনপদগুলোর বাসিন্দাদের আনন্দ উচ্ছ্বাস সব এই দুর্গাপুজো ও মেলাকে ঘিরেই আবর্তিত হয় পুজোর অনেক আগে থেকেই। কিন্ত বিগত দু’বছর করোনা অতিমারি চা-বাগান এলাকার সহজ-সরল মানুষগুলোর মুখ থেকে যেমন পুজোর আনন্দ কেড়ে নিয়েছিল, তেমনি পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভুটানের নাগরিকদেরও এই পুজো ও মেলায় অংশগ্রহণে বাধার সৃষ্টি করেছিল। আজ অতিমারিকে হারিয়ে আবার মহাধুমধামে শারদ উৎসবের আয়োজন হয়েছে নিউ ল্যান্ডস চা-বাগান মাঠে। তাই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভুটানি (Durga Puja- Bhutan) নাগরিকদের মনেও খুশির জোয়ার। তার মধ্যে সম্প্রতি প্রায় আড়াই বছর পর ২৩ সেপ্টম্বর খুলে গেছে কালীখোলা ভুটান গেট। এবারের পুজোয় অংশ নিতে তাই মুখিয়ে আছে ভুটানের বাসিন্দারা। বিগত ক’দিন ধরে যাতায়াতের পথে স্থানীয় বাজারে তাঁরা খোঁজ-খবর নিচ্ছেন নিউ ল্যান্ডসের দুর্গাপুজার। এ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, আমরা প্রতি বছর ভুটানের সরকারি আধিকারিক-সহ ওই দেশের নাগরিকদের আমাদের পুজো ও মেলায় আসবার আমন্ত্রণ জানাই, তাঁরা নিয়ম করে প্রতি বছর আসেনও, তবে গত দু’বছর করোনার কারণে খুব খারাপ কেটেছে উভয়েরই। তাই এবার আশা করছি দুই দেশের বন্ধুত্বপূর্ণ মেলবন্ধনে সার্থক হয়ে উঠবে আমাদের দুর্গাপুজো।
আরও পড়ুন-কানপুরে ট্রাক্টর দুর্ঘটনায় মৃত বহু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর