কানপুরে ট্রাক্টর দুর্ঘটনায় মৃত বহু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

ভয়াবহ পথ দুর্ঘটনা কেড়ে নিল ২৭ জনের প্রাণ। জখম হয়েছেন প্রায় ২৫ জন। আহতদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর (Kanpur Accident) জেলার ঘাতমপুরে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কানপুরে (Kanpur Accident) মর্মান্তিক ট্র্যাক্টর দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত। এই দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

জানা গিয়েছে, ট্রাক্টরে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। যাত্রীরা সকলেই উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি সোজা গিয়ে পুকুরে পড়ে। যাত্রীদের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই শুরু করেন উদ্ধারকাজ। তবে পুকুরে অত্যধিক জল থাকার জন্য সকলেই ডুবে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এই দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন: দেশ জুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর ১৫৩ তম জন্মবার্ষিকী, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Latest article