দেশ জুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর ১৫৩ তম জন্মবার্ষিকী, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

Must read

আজ ২রা অক্টোবর সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৩ তম জন্মবার্ষিকী। আজকের এই বিশেষ দিন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, প্রধানমন্ত্রী মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন –রাজ্যবাসীকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী; ২রা অক্টোবর ১৮৬৯ এ জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। সত্যাগ্রহ আন্দোলন ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা ছিল এই আন্দোলন।

Latest article