সংবাদদাতা, কাটোয়া : মুখ্যমন্ত্রীর আনুকূল্যে বাম জমানা থেকে দাবি জানিয়ে আসা দমকল কেন্দ্র পেল পূর্বস্থলী। দূরনিয়ন্ত্রণ ব্যবস্থায় পূর্বস্থলীর পলাশপুলিতে ২ কোটি ৬৭ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ‘পূর্বস্থলীতে কোথাও কোনও অগ্নিকাণ্ড ঘটলে খবর পেয়ে কাটোয়া, নবদ্বীপ বা কালনা থেকে দমকলের ইঞ্জিন আসতেই সব পুড়ে ছাই হয়ে যেত। দিদিকে জানাতেই উনি ব্যবস্থা করে দিলেন।’
আরোও পড়ুন-আদিবাসী উন্নয়নের ডাকে পালিত হুল দিবস
শুধু দমকল কেন্দ্রই নয়, তিনদিনের সফরে এসে পূর্ব বর্ধমান জেলার উন্নয়নে ৫১২ কোটি টাকার প্রকল্প বরাদ্দ করে গেলেন মুখ্যমন্ত্রী। শিলান্যাস করেন ৬৫টি প্রকল্পের। উদ্বোধন হয় ২৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি ৩৮টি প্রকল্পের। এর মধ্যে উল্লেখযোগ্য কাটোয়া মহকুমা হাসপাতাল, মেমারি ১ ব্লক হাসপাতাল ও পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ১০০ শয্যার কোভিড ওয়ার্ড, ৭টি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ২০ শয্যার কোভিড ওয়ার্ড, বর্ধমান-আরামবাগ রাস্তা সংস্কার, জেলার বিভিন্ন ব্লকের ৩৮টি বিদ্যালয়ে ৪৬টি অতিরিক্ত শ্রেণিকক্ষ, ১৭টি নতুন রাস্তা ও ৫০টি রাস্তার সংস্কার, ৪৪টি জল সরবরাহ প্রকল্প, ৮টি সেতু ও কালভার্ট, সেহেরাবাজারে জরি ও জারদৌসি ক্লাস্টার ও পূর্বস্থলীতে সুতো ব্যাঙ্ক, ৩ পর্যটন প্রকল্প ছাড়া ১৪টি উন্নয়ন প্রকল্প। এগুলির সূচনা ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এই সফরেই।