রেলের উচ্ছেদ রুখতে বিধায়ক

রেলের উচ্ছেদের নোটিশ পেয়ে আতঙ্কিত পরিবারের পাশে মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দাঁড়ালেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী

Must read

সংবাদদাতা, বারাসত : রেলের উচ্ছেদের নোটিশ পেয়ে আতঙ্কিত পরিবারের পাশে মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দাঁড়ালেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি শুরু হয়েছে। শিয়ালদহ বনগাঁ শাখার গুমা স্টেশন সংলগ্ন নেতাজি নগরে প্রায় দুশোটি পরিবার বাস করে। কয়েকদিন আগে সেখানকার ২৫টি পরিবারের হাতে রেলের পক্ষে একটি নোটিশ ধরিয়ে বলা হয়, শিয়ালদহ শাখার ডিআরএমের সঙ্গে দেখা করতে।

আরোও পড়ুন-পূর্ব বর্ধমানে সফরে শিলান্যাস, সূচনা মুখ্যমন্ত্রীর, ৫১২ কোটির প্রকল্প পেল জেলা

তাঁরা দেখা করতে গেলে বিনা শর্তে ৬ মাসের মধ্যে জায়গা খালি করতে বলা হয় বলে অভিযোগ। এর পরেই উচ্ছেদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবারগুলি। খবর পেয়ে বৃহস্পতিবার তাঁদের সঙ্গে দেখা করেন বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি জানান, মুখ্যমন্ত্রী সম্প্রতি নির্দেশ দিয়েছেন পুনর্বাসনের ব্যবস্থা না করে রেল কাউকে উচ্ছেদ করতে পারবে না। সেইমতো আমরা রেলকে অনুরোধ করছি পুনর্বাসনের ব্যবস্থা করতে। কারণ এই এলাকায় ২০০টি দরিদ্র পরিবারের মধ্যে ৫০টি অতি দরিদ্র পরিবার আছে, যারা ভূমিহীন। ২০ থেকে ৩০ বছর ধরে এখানে বসবাস করছে। রেল যদি পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করে তবে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

Latest article