জোহানেসবার্গ, ৪ জানুয়ারি : আউট ছিলেন না রাসি ভ্যানডার ডুসেন! মঙ্গলবার লাঞ্চের ঠিক আগের বলে শার্দূল ঠাকুরের বলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ক্যাচ লুফেছিলেন ঋষভ পন্থ। ডুসেন নিজে রিভিউয়ের আবেদন করেননি। বরং সোজা ড্রেসিংরুমের পথে হাঁটা দেন তিনি। আম্পায়াররাও লাঞ্চের ঘোষণা করে দেন। কিন্তু পরে টিভি রিপ্লেতে ধরা পড়ে, বল পন্থের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে ড্রপ পড়েছিল। সেই সময় মনে হয়েছিল যে, লাঞ্চের পর ডুসেনকে ফিরিয়ে আনা হতে পারে।
আরও পড়ুন-শামিদের পাশে একজন, বাঁ হাতিকে চান জাহির
কিন্তু নিয়মের গেরোয় তা সম্ভব হয়নি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, যেহেতু ব্যাটসম্যান নিজে আম্পায়ারদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাননি, এমনকী ফিল্ড আম্পায়াররাও তৃতীয় আম্পায়ারের সাহায্য চাননি। তাই এক্ষেত্রে ডুসেনকে ক্রিজে ফিরিয়ে আনা সম্ভব ছিল না। যদিও লাঞ্চের সময় এই সিদ্ধান্ত পুবর্বিবেচনা করার জন্য দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার টিম ম্যানেজারকে সঙ্গে নিয়ে ম্যাচ রেফারির কাছে গিয়ে আবেদন জানিয়েছিলেন। যদিও তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, ডুসেন যে আউট ছিলেন না তার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলে এলগারের আবেদন নাকচ হয়ে যায়।