করোনা আক্রান্ত লক্ষ্মী-অভিষেক

করোনা ঝড়ে আক্রান্ত বাংলার খেলাধুলোও।

Must read

করোনা ঝড়ে আক্রান্ত বাংলার খেলাধুলোও। কোচ, খেলোয়াড় থেকে ক্রীড়া প্রশাসক— সংক্রমিতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। দু’দিন আগেই বাংলার রঞ্জি দলের সাতজন করোনা আক্রান্ত হন। এবার আক্রান্ত হয়েছেন বাংলা তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ও সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। শরীরে মৃদু উপসর্গ রয়েছে লক্ষ্মীর। তবে বাড়িতেই রয়েছেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক। সোমবার নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন-ভুল সিদ্ধান্তের শিকার ডুসেন

তারপর নিজেকে বাকিদের থেকে বিচ্ছিন্ন করে নিভৃতাবাসে রয়েছেন বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ। লক্ষ্মী বলেছেন, ‘‘জ্বর রয়েছে। তবে আপাতত বাড়িতেই আছি।’’ অভিষেক ডালমিয়ার উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে। সিএবি প্রেসিডেন্ট অবশ্য বাড়িতে না থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। দক্ষিণ কলকাতার যে হাসপাতালে ভর্তি ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিষেক। এদিকে, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সিএবি-র সমস্ত ঘরোয়া ক্রিকেট ম্যাচ বন্ধ রাখা হল। মঙ্গলবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত।

Latest article