ডিভিসির জলে ভাসছে বীরভূম

Must read

সংবাদদাতা, নানুর: অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি। বীরভূমের নানুরে বাসাপাড়া এলাকায় বহু গ্রামে হু হু করে জল ঢুকেছে। সুন্দরপুর, বাসাপাড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাসাপাড়া বাজার এলাকায় বাড়ি ঘর, দোকান জলমগ্ন। এই পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্লাবিত এলাকায় দুর্যোগ উপেক্ষা করে পৌঁছে যান নানুুরের বিধায়ক বিধান মাজি। দুর্গতদের হাতে তুলে দেন খাবার , ত্রিপল-সহ প্রয়োজনীয় সামগ্রী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে জিতবেন! দাবি বিজেপি নেতার

অতিবৃষ্টি ও ডিভিসি জলাধার থেকে জল ছাড়ার জেরে অজয় নদের বাঁধে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে নানুর বিধানসভার ৪০ টি গ্রামে জল ঢুকতে শুরু করে। প্রায় ৩৫ হাজার মানুষ আটকে পরে গ্রামের ভিতরে। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য করিম খান জলমগ্ন এলাকায় আটকে পড়েন। জল ঢুকে গিয়েছে বাসপাড়া পুলিশ ফাঁড়িতেও। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান বীরভূমের জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ।

আরও পড়ুন-জল্পনার অবসান, দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

প্রবল বৃষ্টির মধ্যে ডিভিসির জল ছাড়ার ফলে বেশ কয়েক হাজার বাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। নষ্ট হয়েছে ফসল। দুর্গতদের আশ্বস্ত করে বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ বলেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হবে।

Latest article