ই-বাস চলবে মালদহ শহরে

আর সেই কারণেই বন্ধ হয়ে যাওয়া রুটগুলিতে শীঘ্রই ই-বাস পরিষেবা শুরু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

Must read

সংবাদদাতা, মালদহ : এবার মালদহ শহরের অলিতে-গলিতে চলতে দেখা যাবে ই-বাস, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে এমনটাই জানা গেছে। পাশাপাশি মালদহ জেলার বন্ধ হয়ে যাওয়া রুটগুলিতেও ই-বাস চালানো হবে বলে জানা গেছে। ইংরেজবাজার শহরের ২টি ইলেকট্রিক বাস চলবে। দুর্গাপূজার পরেই শুরু হবে এই রুটে ই-বাস পরিষেবা।

আরও পড়ুন-প্রকল্পে খরচ হল ৬ কোটি ৯ লক্ষ ২৫ হাজার টাকা, জল সমস্যা মেটাল তৃণমূল

উল্লেখ্য, নালাগোলা, সিঙ্গাবাদ, তিলাসন, নিমবাড়ি, বিসিন্দা, পার্বতীডাঙা, বামনগোলা, রানিগঞ্জ, আলাল, বাঙিটোলা, পাগলাঘাট, মানিকচকঘাট, বাহারাল-কোতোয়ালি-সহ মোথাবাড়ি-উত্তর লক্ষ্মীপুর রুটে দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা। তাই বন্ধ থাকা রুটগুলিতে ই-বাস চালাতে চাইছে উত্তরবঙ্গ পরিবহণ সংস্থা। কারণ ইংরেজবাজার শহরের কেন্দ্রবিন্দু থেকে বন্ধ হয়ে যাওয়া রুটগুলির দূরত্ব কম। তাই ই-বাস চালালে চার্জের সমস্যা ঘটবে না। আর সেই কারণেই বন্ধ হয়ে যাওয়া রুটগুলিতে শীঘ্রই ই-বাস পরিষেবা শুরু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

Latest article