আয় বাড়ল কলকাতা পুরসভার

বাকি প্রায় ৮০০ কোটি টাকাও যাতে কর্মীদের দ্রুত মিটিয়ে দেওয়া যায় তারজন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মেয়র।

Must read

প্রতিবেদন : মন্দা কাটিয়ে আবার শক্ত অর্থনৈতিক ভিতের উপরে মাথা তুলে দাঁড়িয়েছে কলকাতা পুরসভা। অত্যন্ত বিজ্ঞানসম্মত পরিচালন ব্যবস্থার দৌলতে গত ৬ মাসে আয়ের অঙ্ক কয়েকগুণ বাড়ানো সম্ভব হয়েছে। এরই সুবাদে প্রথম সুযোগেই কর্মীদের বকেয়া টাকার একটা বড় অংশই মিটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম নিজে।

আরও পড়ুন-আমার কাছে উত্তর-দক্ষিণ নেই, শুধুই বাংলা

এরমধ্যে রয়েছেন ঠিকাকর্মী থেকে শুরু করে বিভিন্ন দফতরের নানাস্তরের কর্মীরা। পুরসভাসূত্রে খবর, বিভিন্ন খাতে বকেয়ার অঙ্ক দাঁড়িয়েছিল প্রায় ১২৮৫ কোটি টাকা। এরমধ্যে ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বাকি প্রায় ৮০০ কোটি টাকাও যাতে কর্মীদের দ্রুত মিটিয়ে দেওয়া যায় তারজন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মেয়র। কয়েকমাস আগে অর্থনৈতিক অবস্থা কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল পুরসভার। বেশ কিছু ক্ষেত্রে বকেয়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল ক্রমশ। কিছু প্রকল্পের গতিও মন্থর হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু শক্তহাতে হাল ধরেন মেয়র। ব্যয় সঙ্কোচ এবং পুরসভার বকেয়া পাওনা আদায়ের উপরে জোর দেওয়া হয়। নতুন নতুন আয়ের উৎস এবং সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেন আধিকারিকরা। সুফলও মেলে। দ্রুত বৃদ্ধি পায় পুরসভার আয়ের পরিমাণ। এরপরেই কালক্ষেপ না করে কর্মীদের বকেয়া পাওনার ক্ষেত্রে বিশেষ যত্ন নেয় পুরসভা।

Latest article