শনিবার হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর (Jammu Kashmir)। একবার নয়। ১০ মিনিটের ব্যবধানে পরপর দু’বার কম্পন অনুভূত হল অনেকটা এলাকা জুড়ে। শনিবার রাতে প্রথম ভূমিকম্পটি হয় লাদাখে (Ladakh)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এই ঘটনার ১০ মিনিট পরেই ভূমিকম্প হয় জম্মু-কাশ্মীরের ডোডায় (Doda)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। জোড়া ভূমিকম্প হলেও, ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গের দাবি মেনে ‘মিড ডে মিল’ নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রের, বদলাচ্ছে মেনু
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এই মর্মে জানানো হয়েছে, শনিবার রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ লাদাখে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহ-লাদাখ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। কিছুক্ষণ পরই, ৯টা ৫৫ মিনিটে জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ডোডায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল।