পশ্চিমবঙ্গের দাবি মেনে ‘মিড ডে মিল’ নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রের, বদলাচ্ছে মেনু

শোনা যাচ্ছে, কেন্দ্রের এই নতুন পরিকল্পনা মাফিক মিড ডে মিলের মেনু বদলাতে পারে ।

Must read

মিড ডে মিল (Midday Meal Scheme) নিয়ে কম অভিযোগ ওঠে না বারবার। পশ্চিমবঙ্গ (West Bengal) বা বিহার (Bihar) সব রাজ্য থেকেই উঠে আসে একাধিক অভিযোগ। কখনও মরা সাপ, কখনও বিছে আবার কখনও বা কেন্নো, এসব সহজেই পড়ুয়াদের খাবারে দেখা যায়। এই অবস্থায় অভিনব সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)।

আরও পড়ুন-স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়

শোনা যাচ্ছে, কেন্দ্রের এই নতুন পরিকল্পনা মাফিক মিড ডে মিলের মেনু বদলাতে পারে । আয়ুষ মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যৌথভাবে জনকল্যাণের জন্য “সমন্বিত স্বাস্থ্য” কে অগ্রাধিকার দিতে চলছে। গোয়ায় আয়োজিত জাতীয় আয়ুষ মিশন কনক্লেভে এই মিড ডি মিল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ ও বন্দর, শিপিং এবং জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্দাভিয়া সহ অন্যান্য ব্যক্তিত্বরা।

আরও পড়ুন-মরশুমের প্রথম ইলিশ, দাম শুনেই চক্ষু চড়কগাছ

পশ্চিমবঙ্গ থেকে ৩ জন প্রতিনিধি এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তাঁরা মিড ডে মিলের খাবারের তালিকায় পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন। কিছু খাবার তালিকায় যুক্ত করার কথা বলেছেন এই প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গ রাজ্যের পড়ুয়াদের আমলকী, গুলঞ্চের মোরব্বা, অশ্বগন্ধার মতো কয়েকটি খাবার দেওয়ার দাবি জানানো হয়েছে বলে খবর। সূত্রের খবর পশ্চিমবঙ্গের এই দাবিতে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Latest article