ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল লাদাখ সহ উত্তর ভারতের একাংশ এবং পাকিস্তান। সোমবার বিকেল ৩.৪৮ নাগাদ রিখটার স্কেলে ৫.৫ মাত্রার কম্পন অনুভূত হয় লাদাখের কার্গিলে। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০কিমি গভীরে ছিল বলে দাবি ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির।
সম্প্রতি কয়েকমাসে বেশ কয়েকবার কেঁপে (Earthquake) উঠেছে হিন্দুকুশ পর্বতমালা এলাকা। ফলে অল্প থেকে প্রবল কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ আফগানিস্তানে। ভৌগোলিকদের অনুমান হিন্দুকুশ পর্বতমালা এলাকা অত্যন্ত সংবেদনশীল হয়ে রয়েছে। সোমবার হিন্দুকুশের পাশে লাদাখ পর্বতমালা এলাকায় ভূমিকম্প হল, যার প্রভাব দেখা গেল পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত। লাদাখের পাশাপাশি পাকিস্তানেও কম্পন অনুভূত হয়। সোমবার সকালেও পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছিল রিখটার স্কেলে যার মাত্রা ৪.০ ছিল।