প্রতিবেদন : সমর্থকদের হতাশ করে ড্র দিয়ে মরশুম শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। চোট আঘাত সমস্যাতেও ভুগছিল দল। তার পরেও কলকাতা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার নৈহাটি স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশকে ৪-২ গোলে হারিয়ে নতুন মরশুমে প্রথম জয় পেল লাল-হলুদের জুনিয়র ব্রিগেড।
বিনো জর্জের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের জুনিয়র দল এখনও পুরোপুরি তৈরি নয়। পুলিশের মতো দুর্বল দলের বিরুদ্ধেও দু’গোলে এগিয়ে থেকে দু’গোল হজম করে লাল-হলুদ। আগের ম্যাচের দল থেকে এদিন প্রথম একাদশে একাধিক বদল করেন কোচ বিনো। প্রথম ম্যাচে চোট পাওয়া গোলকিপার আদিত্য পাত্র, ডিফেন্ডার অতুল উন্নিকৃষ্ণন খেলতে পারেননি। মহম্মদ নিশাদ, বুনান্দো সিংরা খেলেন শুরু থেকে। ১৭ মিনিটে বুনান্দোর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লাল-হলুদ। পেনাল্টি থেকে গোল করেন সার্থক গলুই।
পুলিশ দলটি ৩২ মিনিটেই এক গোল শোধ করে দেয়। গোলদাতা সুব্রত বিশ্বাস। বিরতির পর শুরুতেই রাজীব দত্তর গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে পুলিশ। কিন্তু দ্বিতীয়ার্ধে বিনোর কয়েকটি পরিবর্তন পুরো পয়েন্ট ঘরে তুলতে সাহায্য করে। বিশেষ করে অভিষেক কুঞ্জম মাঠে নামার পর ইস্টবেঙ্গলের খেলা বদলে যায়। কুঞ্জম, দীপ সাহা, কুশ ছেত্রীদের মুহূর্মূহু আক্রমণের ঢেউ আছড়ে পড়ে পুলিশ ডিফেন্সে। একাধিক গোলের সুযোগও তৈরি হয়। ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন দীপ। মিনিট চারেক পর ইস্টবেঙ্গলের পক্ষে চতুর্থ গোলটি করেন লাল-হলুদ জার্সি গায়ে এদিন প্রথম ম্যাচ খেলা অভিষেক। ম্যাচের সেরাও হলেন তিনি। প্রিয় দল জয়ে ফেরায় স্বস্তি পেলেন স্টেডিয়ামে উপস্থিত হাজার কয়েক লাল-হলুদ সমর্থক।
আরও পড়ুন- কৃষ্ণকে সই করিয়ে চমক ওড়িশার