৩৫৫? গদ্দারদের দাবি উড়িয়ে দিলীপ বললেন নির্বাচিত সরকার ফেলা যায় না

Must read

প্রতিবেদন : বঙ্গবিজেপি নেতারা যখন রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করার দাবি তুলে সকাল-সন্ধে লাফাচ্ছেন, তখন একেবারে উল্টো সুর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায়। সোমবার, সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন নিয়ে তৈরি হওয়া কোনও সরকার ভেঙে দেওয়া আসলে গণতন্ত্রবিরোধী কাজ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতো নেতারা রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলার নানা ছক কষছেন।
পঞ্চায়েত ভোটে ভরাডুবির পরে নিজেদের ব্যর্থতা ঢাকতে বঙ্গবিজেপি নেতারা এখন এসব বলে নিজেদের পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন। এই নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগ করার কথা ভাবছে কি না জানা নেই। পশ্চিমবঙ্গে আগে কখনও তা হয়েছে কি না, জানি না। তবে মানুষের জনমত নিয়ে সরকার তৈরি হয়েছে। তাকে ভেঙে দেওয়াটা গণতন্ত্রবিরোধী।

আরও পড়ুন- তৈরি হবে অভিন্ন কর্মসূচি, মঞ্চের নাম নিয়েও সিদ্ধান্ত আজ

Latest article