প্রতিবেদন : শুক্রবার ১৩আগস্ট, ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে। ১৩ আগস্ট প্রয়াত সাধারণ সচিব দীপক দাস এর ৮২ তম জন্মদিবস। প্রতিবছরের মতো এবছরও আজকের দিনটি ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’ হিসেবে পালন করা হল।
আরও পড়ুন : কলকাতাতেই ডুরান্ড, শুরু ৫ সেপ্টেম্বর
এদিন ক্লাব তাঁবুতে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রাক্তন খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য, সম্বরণ ব্যানার্জি, সুভাষ ভৌমিকেরা। উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন খেলোয়াড় মেহতাব হুসেন। এরপরই ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়রা। এরপরই শুরু হয় রক্তদান শিবির। প্রায় ১৫০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। কোভিড বিধি মেনেই সমস্ত কিছু আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে।
আরও পড়ুন : “কন্যাশ্রী” বানান কাণ্ড: দিলীপ ঘোষকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা
এদিকে এখনও পর্যন্ত চুক্তি নিয়ে জট অব্যাহত। ইনভেস্টর কোম্পানি শ্রী সিমেন্টের পক্ষ থেকে এখনও আসেনি কোনও নতুন চুক্তিপত্র। এই প্রসঙ্গে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, “এখনও অবদি আমাদের হাতে কিছু এসে পৌঁছায়নি। কিছু আসলে আমরা পর্যলোচনা করব। তারপর সিদ্ধান্তে বসব।” ফলে ক্লাব-ইনভেস্টরের চুক্তি যে কোন দিকে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়।