প্রতিবেদন : ইস্টবেঙ্গলের (East Bengal) ক্রিকেট কোচকে তুলে নিল মোহনবাগান (Mohun Bagan)। ময়দানি ফুটবলের চেনা ছবি এবার ক্রিকেটেও। প্রণব নন্দী ২১ বছর মোহনবাগানের (East Bengal- Mohun Bagan) হয়ে খেলেছেন। শুধু খেলা ছাড়ার পর জড়িয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্রিকেট দলের সঙ্গে। ১৮টি লম্বা মরশুম পার করে তিন বছরের চুক্তিতে ঘরে ফিরলেন প্রণব। তাঁর সঙ্গেই দলের মেন্টরের দায়িত্বে এলেন দাদা পলাশ নন্দী। যিনি মোহনবাগান রত্ন তো বটেই, ছিলেন ক্রিকেট দলের কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর। ময়দানের পরিচিত টুলটুলদা-কে ক্লাবে ফেরত আনার কথা ঘোষণা করার পাশাপাশি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন ক্রিকেট কমিটির সদস্যদের নামও ঘোষণা করেছেন। ক্রিকেট সচিব হলেন মহেশ টেকরিওয়াল। কনভেনর রাতুল সরকার, কো-কনভেনর মনোসিজ সিনহা। বাকি সদস্যরা হলেন অলোক ঘোষ, সীতাংশু দাস, কৌশিক কোনার ও অভিজিৎ দে। দেবাশিস জানালেন, ক্রিকেটারদের সঙ্গে এবার লিখিত চার পাতার চুক্তি হবে। এদিন বাংলার রঞ্জি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ সেরে নিল বাগান। দেবাশিস জানিয়েছেন, মোহনবাগান দিবস নিয়ে ৭ জুলাই ফের বৈঠকে বসবেন কর্তারা। আর আইএফএ পাওনা মিটিয়ে দিলে মোহনবাগান কলকাতা লিগেও খেলবে।
আরও পড়ুন: সিএবি থেকে নিলেন এনওসি, দরজা খুলে রেখে বঙ্গ বিদায় ঋদ্ধির