ইস্টবেঙ্গল সমর্থকরা ধৈর্য রাখুন: স্টিফেন

Must read

প্রতিবেদন : চার ম্যাচ পরে অবশেষে জয়। তাও আবার কেরালা ব্লাস্টার্সের মতো দলকে হারিয়ে! সত্যিই ইস্টবেঙ্গল শিবিরে খুশির হাওয়া। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (East Bengal Coach Stephen Constantine) চাইছেন এই পারফরম্যান্স ধরে রাখতে। যাবতীয় হতাশা ঝেড়ে ফেলে কেরালার বিরুদ্ধে উদ্দীপ্ত ফুটবল খেলেছে লাল-হলুদ। লিগের বাকি ম্যাচগুলোতে একই ফুটবল খেলার প্রতিশ্রুতি দিচ্ছেন স্টিফেন। সেইসঙ্গে সমর্থকদের আরও ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন। স্টিফেন (East Bengal Coach Stephen Constantine) বলেন, ‘‘আমাদের পাশে থাকা উচিত সমর্থকদের। আমরা কোনও ম্যাচে ফাঁকি দিইনি। সব ম্যাচে নিজেদের উজাড় করে দিয়েছি। ম্যাচে ভাগ্য ভাল থাকলে আরও দু-তিনটে গোল পেতাম। প্রথমবার দুই বিদেশিকে আক্রমণে পেয়েছি। আর প্রথমবার গোল না পেয়ে ম্যাচ জিতলাম। কমলজিতকে ম্যাচের আগে বলেছিলাম, ক্লিন শিট রাখতে পারলে ওকে পুরস্কার দেব। সেটা ও করেছে।’’ দলের হয়ে প্রথম নামলেন বিদেশি ফরোয়ার্ড জাক জার্ভিস। তাঁর খেলার খুশি ব্রিটিশ কোচ। তিনি বলেন, ‘‘প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মধ্যে একজনকে ব্যস্ত রাখার কাজটা জাক করেছে। তবে ও সেরাটা দিয়েছে তা নয়। যথাসাধ্য উজাড় করে দিয়েছে।’’ অপ্রত্যাশিতভাবে ম্যাচের ১৫ মিনিটের মাথায় অঙ্কিত মুখোপাধ্যায়কে তুলে মহম্মদ রফিককে নামান লাল-হলুদ কোচ। কিন্তু এভাবে তুলে নেওয়াতে জার্সি ছুঁড়ে তীব্র প্রতিক্রিয়া জানান অঙ্কিত। এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে কোচ বলেন, ‘‘অঙ্কিতের হ্যামস্ট্রিং সমস্যা ছিল। তা সত্ত্বেও ও খেলতে চেয়েছিল। কিন্তু পরে খুব বাজে কতকগুলো ভুল করে তাই তুলে নিই। কিন্তু ও যে আচরণ করেছে মাঠে, তার জন্য ক্লাব নিশ্চয়ই ওর বিরুদ্ধে ব্যববস্থা নেবে। এই নিয়ে দ্বিতীয়বার এমন করল ও। জানি না, এর পরে ভবিষ্যতে ও ইস্টবেঙ্গলে থাকবে কি না।’’ তবে লাল-হলুদ কোচের এই মন্তব্যের পরেই জার্সি ছোঁড়ার জন্য ক্ষমা চেয়ে নেন অঙ্কিত। এরপরেও অঙ্কিতের শাস্তি মকুব হবে কি না তা সময়ই বলবে।

আরও পড়ুন-বিরাট-নির্ভর দল ভারত: গ্রেগ

Latest article