প্রতিবেদন : ওড়িশা এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে দু’গোলে এগিয়ে থেকেও চার গোল খেয়ে হারতে হয়েছে। রবিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ভুল শুধরে নামছে ইস্টবেঙ্গল। ইস্পাত শহরে পৌঁছে শনিবার চূড়ান্ত প্রস্তুতি সেরেছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। লাল-হলুদের প্রতিপক্ষ গতবারের লিগ-শিল্ড জয়ী দল। কিন্তু এবারের আইএসএলে জামশেদপুরের শুরুটা ভাল হয়নি। ইস্টবেঙ্গল পয়েন্ট টেবলে ৯ নম্বরে। আর ড্যানিয়েল চিমাচুকুদের দল রয়েছে ১০ নম্বরে। লিগে জামশেদপুর এফসি ৬ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল জিতেছে দু’টি ম্যাচ। তবে স্টিফেনের দল দু’টি জয়ই পেয়েছে অ্যাওয়ে ম্যাচে। তাই রবিবারের ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী লাল-হলুদ শিবির।
আরও পড়ুন-জার্মানির আজ বাঁচার লড়াই, সামনে স্পেন
ইস্টবেঙ্গলের সাহেব কোচ প্রতিপক্ষকে সমীহ করছেন। সাংবাদিক সম্মেলনে এসে স্টিফেন বললেন, ‘‘জামশেদপুর গতবার লিগ-শিল্ড জিতেছিল। তাই ওদের সমীহ করছি। ওদের একজন ভাল কোচ আছে। এডি বুথরয়েড অভিজ্ঞ কোচ। অনেকদিন ধরে ফুটবলে আছেন। দলে ভাল ফুটবলারও রয়েছে। তবে আমার আশা, ওদের হারিয়ে তিন পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরব।’’ মিডফিল্ডার নাওরেম মহেশ বলেছেন, ‘‘আমরা টানা ৯০ মিনিট ভাল খেলতে পারছি না। আমাদের ধারাবাহিক হতে হবে।’’ স্বস্তির খবর, চোট সারিয়ে লেফট ব্যাক জেরি ফিট। তবে কিরিয়াকু খেলবেন কি না, তা রবিবার ম্যাচের আগে ঠিক করবেন ইস্টবেঙ্গল কোচ।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…