জার্মানির আজ বাঁচার লড়াই, সামনে স্পেন

আট মাস পর এই ম্যাচের আকর্ষণ আরও বেড়েছে। কারণ, বিশ্বকাপের শুরুতেই এশীয় জায়ান্ট জাপানের কাছে হেরে গিয়েছে জার্মানি

Must read

দোহা, ২৬ নভেম্বর : এপ্রিল মাসে বিশ্বকাপের যখন গ্রুপ বিন্যাস হয়েছিল তখনই রবিবারের স্পেন-জার্মানি ম্যাচ শিরোনামে রাখা হয়েছিল। আট মাস পর এই ম্যাচের আকর্ষণ আরও বেড়েছে। কারণ, বিশ্বকাপের শুরুতেই এশীয় জায়ান্ট জাপানের কাছে হেরে গিয়েছে জার্মানি। গ্রুপের দ্বিতীয় ম্যাচেই ম্যানুয়েল ন্যয়ারদের খেলতে হচ্ছে দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের বিরুদ্ধে। লুইস এনরিকের দল প্রথম ম্যাচে কোস্টারিকাকে সাত গোল দিয়ে জার্মানদের মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে রবিবার স্পেনের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতেই হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আরও পড়ুন-আজি এল হেমন্তের দিন

উজ্জীবিত স্প্যানিশ ব্রিগেডের সামনে জার্মানদের কাজটা কঠিন হতে যাচ্ছে সন্দেহ নেই। দলের স্ট্রাইকার কাইল হাভার্টজ বলেছেন, ‘‘প্রথম ম্যাচের পর আমরা সবাই খুব হতাশ হয়েছি। আমি সমর্থকদের আবেদন করছি, দলের পাশে থাকুন। রবিবারের ম্যাচে আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা ফিরে আসব।’’ স্পেনের বিরুদ্ধে ছন্দে থাকা লেরয় সানেকে জার্মানি খেলাতে পারবে কি না, স্পষ্ট নয়। তবে অনুশীলনে ফিরেছেন বায়ার্ন মিউনিখের তরুণ উইঙ্গার। সানের ডান হাঁটুতে চোটের জায়গায় অবশ্য স্ট্র্যাপ বাঁধা রয়েছে। দলে নিশ্চিত কয়েকটি পরিবর্তন আনবেন জার্মান কোচ। এছাড়া তাঁর সামনে উপায় নেই।

আরও পড়ুন-হেমন্তের উৎসব

স্পেনের কোচ লুইস এনরিকে তাঁর তরুণ ব্রিগেড নিয়ে খুশি। গাভি, ফেরান তোরেসদের নিয়ে জার্মান চ্যালেঞ্জ টপকে শেষ ষোলো নিশ্চিত করতে চান স্প্যানিশ কোচ। এনরিকে বলেছেন, ‘‘সাত গোলে জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। একই ছন্দে খেলে এবার জার্মানি ম্যাচ জিততে হবে। জার্মানি আমাদের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচে কর্তৃত্ব করার চেষ্টা করে। এই ম্যাচটা খুব চ্যালেঞ্জিং হবে।’’

Latest article