প্রতিবেদন : নতুন মরশুমের দলগঠন নিয়ে আজ বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের (East Bengal- Board Meeting) গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। আইএসএলে ব্যর্থতার পর ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠক এখনও হয়নি। যা নিয়ে কয়েকদিন আগেই ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। তার মধ্যেই নতুন মরশুমের জন্য কোচ ও ফুটবলারদের লম্বা তালিকা লগ্নিকারী সংস্থার কাছে পাঠায় ক্লাব। কিন্তু সেই তালিকা নিয়েও প্রশ্ন তোলেন লগ্নিকারী সংস্থার কর্তারা। সূত্রের খবর, এবারের আইএসএলে ওড়িশা এফসি-র কোচের দায়িত্ব সামলানো যোশেফ গাম্বাউকে কোচ করতে চায় লাল-হলুদের লগ্নিকারী। কিন্তু ক্লাব কর্তাদের আবার তাঁকে পছন্দ নয়। এমনই আবহে বৃহস্পতিবারের বোর্ড মিটিংয়ের (East Bengal- Board Meeting) দিকে সবার নজর থাকছে। এদিকে, ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar) জানিয়েছেন, তাঁরা শপথ নিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে দেখার।
আরও পড়ুন: দেহে-মনে পূর্ণ সংযম হল রোজা