দশরথের কীর্তি

Must read

মুম্বইয়ের দাদার স্টেশনে প্রায় তিন দশক ধরে কুলির কাজ করেন দশরথ (Dasharatha)। দশরথ জানান, মঙ্গলবার রাত ১১টা ৪০ নাগাদ প্রতিদিনের মতোই তিনি যাত্রীদের মালপত্র ট্রেন থেকে নামাচ্ছিলেন। সে সময় তিনি স্টেশনের বেঞ্চে একটি ফোন পড়ে থাকতে দেখেন। ফোনটি চোখে পড়তেই হাতে তুলে নেন তিনি। ওই মোবাইল হাতে বৃদ্ধ সোজা চলে যান রেলপুলিশের কার্যালয়ে। পুলিশের হাতে তিনি ফোনটি তুলে দেন। তাঁর এই সততার প্রশংসা করেছেন রেল আধিকারিকরা। রেল কর্তারা জানিয়েছেন, দশরথের (Dasharatha) কাছ থেকে পাওয়া মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। ওই ফোনটি অমিতাভ বচ্চনের মেক-আপ আর্টিস্ট দীপক সাওয়ন্তের। দীপক ভুলবশত ফোনটি স্টেশনে ফেলে গিয়েছিলেন। রেলপুলিশ তাঁর হাতে ফোনটি তুলে দিয়েছে। সাওয়ন্ত পরিবার দশরথকে তাঁর সততার জন্য পুরস্কৃত করেছেন।

আরও পড়ুন: অশালীন-অশ্লীল গালাগালি ফোনে, কংগ্রেস বিধায়ককে এখনই গ্রেফতারের দাবি তৃণমূলের

Latest article