ইস্টবেঙ্গল রোড শিলিগুড়িতে

Must read

প্রতিবেদন : মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল ক্লাবের নামেও রাস্তার উদ্বোধন হল শিলিগুড়িতে। ইস্টবেঙ্গলের শহর হিসেবেই পরিচিত উত্তরবঙ্গের এই শহর। কয়েকদিন আগেই সেখানে মোহনবাগান অ্যাভিনিউয়ের উদ্বোধন হয়। শিলিগুড়ি পুরনিগমের আরও এক ঐতিহাসিক পদক্ষেপ, শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তা ‘ইস্টবেঙ্গল রোড’-এর (East Bengal Road) আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১০ নম্বর গেট থেকে বিভিন্ন পথ ঘুরে অনুষ্ঠান-মঞ্চ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। অংশগ্রহণ করে স্থানীয় একাধিক ফ্যান ক্লাব, ক্লাবের সদস্য-সমর্থক, বিভিন্ন কোচিং ক্যাম্পের ছাত্রছাত্রী, ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং কর্তারা। ‘ইস্টবেঙ্গল রোড’ (East Bengal Road) ফলকের উন্মোচন করেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, উপ-মহানাগরিক রঞ্জন সরকার এবং অন্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, প্রাক্তন টেবল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ, ভারতী ঘোষের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা।

আরও পড়ুন- হায়দরাবাদ ম্যাচের জন্য তৈরি দিমিত্রিরা

Latest article