প্রতিবেদন : কলকাতা লিগে ছন্দে ইস্টবেঙ্গল। সোমবার নিজেদের মাঠে উয়াড়িকে ৫-০ গোলে বিধ্বস্ত করল বিনো জর্জের ছেলেরা। এই নিয়ে টানা দুটো ম্যাচ পাঁচ গোলে জিতল ইস্টবেঙ্গল। অথচ প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল গোলশূন্যভাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে লাল-হলুদের দাপটে খড়কুটোর মতোই উড়ে গেল উয়াড়ির যাবতীয় প্রতিরোধ। জোড়া গোল করলেন অভিষেক কুঞ্জম। একটি করে গোল দীপ সাহা, তন্ময় দাস ও আমন সিকের।
আরও পড়ুন-চেনা ছন্দে ফিরতে সিন্ধুর চোখ অস্ট্রেলিয়া ওপেনে
ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল উয়াড়ির রক্ষণে। কিন্তু ২৫ মিনিটে খেলার গতির বিরুদ্ধে পেনাল্টি আদায় করে নেয় উয়াড়ি। কিন্তু লালমসাঙ্গার শট বাঁচিয়ে দেন লাল-হলুদের গোলকিপার আদিত্য পাত্র। এরপর আরও তেড়েফুঁড়ে খেলতে থাকে ইস্টবেঙ্গল। অবশেষে ৫৩ মিনিটে গুরনাজ সিংয়ের ক্রস থেকে গড়ানে শটে গোল করেন দীপ। ছয় মিনিট পর ফের বল জালে জড়িয়েছিলেন তিনি। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।
আরও পড়ুন-বুমরাকে নিয়ে সময় নষ্ট হচ্ছে: কপিল
৭০ মিনিটে দারুণ গোল করেন মিডফিল্ডার তন্ময়। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে টপকে বক্সে ঢুকে পড়ে ডান পায়ের চিপে বল জালে জড়ান তিনি। তবে ম্যাচের সেরা গোল অভিষেকের। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে প্রায় তিরিশ গজ দূর থেকে গোলার মতো ৩-০ করেন অভিষেক। এর ঠিক দু’মিনিটের মধ্যেই চার নম্বর গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। এবার গোলদাতা আমন সিকে। খেলার একেবারে অন্তিম সময়ে দলের পঞ্চম তথা ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন অভিষেক। এই ম্যাচে লাল-হলুদ জার্সিতে অভিষেক ঘটল অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের সদস্য গুরনাজের। আর প্রথমবার কলকাতা ময়দানে নেমেই নজর কাড়লেন এই তরুণ মিডফিল্ডার। তিনিই ম্যাচের সেরা। দুর্দান্ত খেললেন আরেক মিডফিল্ডার তন্ময়ও।