বুমরাকে নিয়ে সময় নষ্ট হচ্ছে: কপিল

কপিল এই কথা বললেও সোমবারই আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করে দিল বিসিসিআই। তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা।

Must read

নয়াদিল্লি, ৩১ জুলাই : চোট সারিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেছেন জসপ্রীত বুমরা। যদিও ভারতীয় পেসারের বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত হতে পারছেন না কপিল দেব। তাঁর প্রশ্ন, বুমরার কী হল? শুনেছি ও রিহ্যাব শুরু করেছে। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে খেলতে না পারলে কী হবে? তাহলে তো ওকে নিয়ে আমরা সময় নষ্ট করছি।’’

আরও পড়ুন-বিরাট-ধোঁয়াশা কুইন্স পার্কে

কপিল এই কথা বললেও সোমবারই আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করে দিল বিসিসিআই। তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা। এদিকে, একের পর এক ভারতীয় ক্রিকেটারের চোটের জন্য আইপিএলকেই দায়ী করছেন কপিল। প্রাক্তন ভারত অধিনায়কের বক্তব্য, চোট খেলার অঙ্গ। আমিও চোট পেয়েছি। কিন্তু এখন বছরে ১০ মাস ক্রিকেট হচ্ছে। তাই প্রতিটি ক্রিকেটারের উচিত নিজেদের দিকে তাকানো। আইপিএল দারুণ টুর্নামেন্ট। কিন্তু ক্ষতিও করতে পারে। অল্প চোট নিয়ে আইপিএলে খেলা সম্ভব, কিন্তু দেশের হয়ে নয়। তাই পরিস্থিতি অনুযায়ী বিশ্রাম নেওয়া যেতেই পারে।’’

আরও পড়ুন-রাজ্যের সব জেলা হাসপাতালে টিভি, মিউজিক সিস্টেম, সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

কপিল আরও যোগ করেছেন, বিসিসিআইয়ের উচিত ক্রিকেটাররা কতগুলো ম্যাচ খেলতে পারবে সেটা বোঝা। আমার ধারণা, ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে বোর্ডের কিছু সমস্যা আছে। একই সঙ্গে আইপিএলে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সংঘাত নিয়েও মুখ খুলেছেন কপিল। তাঁর বক্তব্য, পেলে থেকে ব্র্যাডম্যান, মাঠে সবার মেজাজই খারাপ হতে পারে। কিন্তু তার বহিঃপ্রকাশ কেন ঘটবে? বিরাট বিশ্বের সেরা ব্যাটারদের একজন। গম্ভীর দেশের সাংসদ। ওরা কীভাবে এমন আচরণ করতে পারে!

Latest article