স্টুয়ার্টদের থামিয়ে জয় চায় ইস্টবেঙ্গল

Must read

প্রতিবেদন : ড্র নয়, শনিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাদের মাঠেই তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাবে ইস্টবেঙ্গল (East Bengal-Mumbai City FC)। শুক্রবার শহর ছাড়ার আগে জানিয়ে দিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। লিগ তালিকায় ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে মুম্বই। ইস্টবেঙ্গল ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে। মুম্বই ফুটবল এরিনায় এরিনায় ক্লেটন সিলভাদের ম্যাচ রাত ৮টা থেকে।
মোহনবাগানের মতো চলতি আইএসএলে অপরাজিত মুম্বইও। গ্রেগ স্টুয়ার্টদের বিরুদ্ধে লড়াই যে কঠিন হতে চলেছে তা মেনে নিয়েছেন কুয়াদ্রাত। কিন্তু তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছে না তাঁর দল। শেষ দুই ম্যাচ থেকে যে আত্মবিশ্বাস পেয়েছে দল সেটাই মুম্বই ম্যাচে লাল-হলুদের (East Bengal-Mumbai City FC) মূলধন। মুম্বই যে প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন, তা স্বীকার করে নিয়ে কুয়াদ্রাত বলেছেন, ‘‘ওরা যে খুব ভাল দল, গতবারের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন, তা আমরা জানি। অনেক রেকর্ড ভেঙেছে ওরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে। দল হিসেবে অনেক উন্নতি করেছে ওরা। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। তবে আমরা অবশ্যই তিন পয়েন্টের জন্য খেলব। আমার মতে, এই লিগের সেরা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। এই ম্যাচে ওর প্রভাব যাতে বেশি না পড়ে, তার ব্যবস্থা আমাদের করতে হবে।’’ শুধু স্টুয়ার্টই নন, বিপিন সিং, লালিয়ানজুয়ালা ছাংতের মতো খেলোয়াড়রা রয়েছেন ইস্টবেঙ্গলের আক্রমণভাগে। স্টুয়ার্টদের থামিয়েই মুম্বই জয় চান ইস্টবেঙ্গল কোচ। গত মরশুমে নাওরেম মহেশের গোলে মুম্বইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়েছিল লাল-হলুদ। সেটাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে ফুটবলারদের।

আরও পড়ুন- জয়ে ফিরল মোহনবাগান

Latest article