লিমাকে নিয়েই জয়ের খোঁজে লাল-হলুদ

আজ আইএসএলে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি, সন্ধ্যা ৭.৩০)

Must read

প্রতিবেদন : এবারের আইএসএলে প্রথম জয়ের খোঁজে বৃহস্পতিবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড (East Bengal- North-East United)। ইস্টবেঙ্গলের মতো উত্তর-পূর্ব ভারতের দলটিও শুরুর দুই ম্যাচ হেরে প্রথম পয়েন্টের খোঁজে। দু’দলই পয়েন্ট টেবলের শেষে। নর্থইস্ট লাস্ট বয়। গোল পার্থক্যে এগিয়ে এক ধাপ উপরে দশ নম্বরে ইস্টবেঙ্গল। আক্রমণাত্মক ফুটবল খেলে ডার্বির আগে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরার লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন-হিমাচলে টিকিট বণ্টন নিয়ে তীব্র দ্বন্দ্ব বিজেপির প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর

বুধবার দুপুরে কলকাতা থেকে গুয়াহাটির বিমান ধরেন ইস্টবেঙ্গল (East Bengal- North-East United) কোচ, ফুটবলাররা। তার আগে সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করে দল। নর্থইস্ট ম্যাচের আগে রণকৌশল পরখ করে নেন লাল-হলুদের সাহেব কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিস এবং সেট-পিস অনুশীলনে জোর দেন ইস্টবেঙ্গল কোচ। সেট-পিসে গোল আটকানোর পাশাপাশি গোল করার মহড়াও চলে স্টিফেনের তত্ত্বাবধানে। চোটমুক্ত হয়ে একশো শতাংশ ফিট না হলেও ব্রাজিলীয় মিডফিল্ডার অ্যালেক্স লিমা দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন। তবে তাঁকে বৃহস্পতিবারের ম্যাচে কোচ খেলাবেন কি না, সিদ্ধান্ত নেননি। বুধবার সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেছিলেন, লিমা অনিশ্চিত। ওর খেলার সম্ভাবনা কম। টিম সূত্রে খবর, এখনও সুস্থ না হওয়া এলিয়ান্দ্রো দলের সঙ্গে যাননি। নর্থইস্ট ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্যে স্টিফেন বলেছেন, ‘‘কেরল এবং গোয়া ম্যাচের থেকেও আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই আমরা। একটা অর্ধে আমরা ভাল খেলছি। চেষ্টা করতে হবে গোটা ম্যাচে ভাল খেলার। আমরা ছন্দ পেতে শুরু করেছি। অনুশীলনেও সেটা দেখতে পাচ্ছি। গত দু’দিন ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। এবার ইতিবাচক ফল আশা করছি।’’

 

Latest article