প্রতিবেদন : ভাঙাচোরা হায়দরাবাদ এফসি-কে হারাতে কালঘাম ছুটেছিল ইস্টবেঙ্গলের (East Bengal- Sreenidhi Deccan)। ক্লেটন সিলভার জোড়া গোল শেষ পর্যন্ত উতরে দিয়েছিল দলকে। ম্যাচের পর দলের রক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। ডার্বির আগে এটাই শেষ ম্যাচ। তাই খেলায় উন্নতির পাশাপাশি নক আউটের লক্ষ্যে গোল পার্থক্য বাড়িয়ে রাখার দিকেও নজর রাখতে হবে দলকে।
শ্রীনিধি (East Bengal- Sreenidhi Deccan) অবশ্য বেশ শক্ত প্রতিপক্ষ। আই লিগের খেতাবি লড়াইয়ে থাকা দলটিতে বিপজ্জনক বিদেশি ফরোয়ার্ডের পাশাপাশি ভাল মানের ভারতীয় ফুটবলারও রয়েছেন। শুরুতে গোল করে মোহনবাগানকে বেশ সমস্যায় ফেলে দিয়েছিল তারা। তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেছেন, ‘‘আমরা মনে করি, ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিন হবে। প্রতিভাবান স্বদেশি ও বিদেশি ফুটবলারের সংমিশ্রণে বেশ লড়াকু দল শ্রীনিধি ডেকান। আই লিগের শীর্ষস্থানীয় দল ওরা। প্রথম ম্যাচে ওরা মোহনবাগানের কাজটা বেশ কঠিন করে তুলেছিল। আমাদের সতর্ক থাকতে হবে।’’
হায়দরাবাদ ম্যাচে স্প্যানিশ মিডিও সাউল ক্রেসপোকে প্রথম একাদশে না রাখায় লাল-হলুদের খেলায় সেই ধার ছিল না। তাছাড়া চার বিদেশি নিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল। মাঝমাঠের শক্তি বাড়িয়ে শুরু থেকে খেলায় আধিপত্য রাখতে শ্রীনিধির বিরুদ্ধে প্রথম একাদশে ফেরানো হতে পারে ক্রেসপোকে। সেই সঙ্গে ছয় বিদেশি নিয়েই শুরু করার ভাবনা রয়েছে কুয়াদ্রাতের।
আরও পড়ুন-লয়েডের কাছে টেস্ট হল আসল ক্রিকেট