প্রতিবেদন : অনেক টালবাহানার পর বুধবার থেকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন শুরু হল। আর বৃহস্পতিবার থেকেই কলকাতা প্রিমিয়ার লিগে অভিযান শুরু করছে লাল-হলুদের রিজার্ভ দল। ইস্টবেঙ্গলের নিজেদের মাঠ এখনও তৈরি নয়। তাই বৃহস্পতিবার কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচ তারা খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে। লাল-হলুদের প্রতিপক্ষ রেনবো অ্যাথলেটিক ক্লাব। দুপুর সাড়ে তিনটে থেকে খেলা।
আরও পড়ুন-নায়ক নামতে, বড় জয় মোহনবাগানের
সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাতের ভারতীয় সহকারী বিনো জর্জ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দায়িত্বে। বিনোর প্রশিক্ষণেই গত কয়েকদিন হাওড়া স্টেডিয়ামে অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। একইসঙ্গে বেশ কিছু ফুটবলারের ট্রায়ালও চলে। তবে প্রথম ম্যাচের আগে চোট ও অসুস্থতা ভাবাচ্ছে দলকে। স্ট্রাইকার জেসিন টিকে অনিশ্চিত। মিডফিল্ডার মহীতোষ রায় চোটের কারণে নেই। অনিশ্চিত সি কে আমন। দলের কোচ বিনো বলেছেন, ‘‘কলকাতা লিগের দিকে আমরা তাকিয়ে আছি। নিজেদের প্রমাণ করার সুযোগ তরুণদের কাছে। ওরা সেরাটা দিতে তৈরি।’’ এদিকে, বুধবার বিকেলেই যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে শুরু হল ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্রস্তুতি।
আরও পড়ুন-কাঞ্চনজঙ্ঘার হাতছানি
জাতীয় দলের দুই ফুটবলার নন্দকুমার ও নাওরেম মহেশ ছাড়া বাকি ভারতীয় ব্রিগেড অনুশীলন করেন বিনোর তত্ত্বাবধানে। তিন বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া গোলকিপার প্রভসুখন গিলও এদিন অনুশীলনে যোগ দেন। ছিলেন হরমনজ্যোত খাবরা, মন্দার, লালচুংনুঙ্গারাও। ফুটবলারদের উদ্বুদ্ধ করেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। এদিনই প্রভসুখনের ভাই ডিফেন্ডার গুরসিমরত সিংয়ের সঙ্গেও তিন বছরের চুক্তির কথা ঘোষণা করল ক্লাব।