প্রতিবেদন : আইএসএলে আত্মপ্রকাশের পর লাগাতার ব্যর্থতায় জেরবার ইস্টবেঙ্গল ক্লাব। প্রথম দুই মরশুমের পর এবার অন্তত দলের পারফরম্যান্স গ্রাফ কিছুটা উন্নত। পাঁচটি জয় পেয়েছে লাল-হলুদ বাহিনী। কিন্তু সোনালি ইতিহাসের শতাব্দীপ্রাচীন ক্লাব যেখানে কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, সেখানে গত এগারো বছরে সর্বভারতীয় কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে সদস্য- সমর্থকদের দাবি শোনার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।
আরও পড়ুন-সন্তোষে আজ বাংলা-দিল্লি
চলতি আইএসএলেও ব্যর্থতা অব্যাহত। ইস্টবেঙ্গল এখন লিগে ৯ নম্বরেই। নতুন লগ্নিকারী সংস্থার সঙ্গেও ঠোকাঠুকি লেগেছে। আইএসএলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকার জন্য আগামী মরশুমের দলগঠনের জন্য বাজেট বাড়ানোর অনুরোধ করেছে ক্লাব। কিন্তু ক্লাবকর্তাদের অনুরোধ রাখতে চায় না লগ্নিকারী সংস্থা। তারা এবারের বাজেটেই নাকি আগামী মরশুমের দলগঠন করতে চায়। জানা গিয়েছে, ক্লাবকর্তারা নাকি লগ্নিকারীদের সঙ্গে দূরত্ব রেখে চলছেন।
আরও পড়ুন-এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস
সিনিয়র ফুটবল দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন বেশ কিছু সদস্য-সমর্থক সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেলে ক্লাব তাঁবুতে তাঁদের মতামত শুনবেন ক্লাব কর্তারা। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ। রবিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। শনিবার দল চেন্নাই রওনা হবে। কার্ড সমস্যায় অ্যালেক্স লিমাকে পাওয়া যাবে না। এদিকে, এক ভারতীয় বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবলার ট্রায়ালে নামলেন ইস্টবেঙ্গলে।