দু’পক্ষকেই দুষছেন ইস্টবেঙ্গলের প্রাক্তনরা

Must read

প্রতিবেদন : সদ্য শর্তবর্ষ পূর্ণ করা ইস্টবেঙ্গলের পারফরম্যান্স দেখে লজ্জায় মাথা হেঁট ক্লাবের প্রাক্তনীদের। লাল-হলুদ জার্সি গায়ে বহু স্মরণীয় ম্যাচ খেলা দেশের অন্যতম সফল স্ট্রাইকার শ্যাম থাপা বিরক্তির সূরে বলছেন, ‘‘খুব খারাপ লাগছে ইস্টবেঙ্গল ক্লাবের এই হতশ্রী পারফরম্যান্স দেখে। এই ফল হবে তো জানাই ছিল। একটা পেশাদার দল কি এত কম সময়ে গড়া হয়?’’ এর পর প্রাক্তন ভারতীয় ফুটবলার বিপর্যয়ের জন্য দুষলেন ক্লাব, লগ্নিকারী দু’পক্ষকেই। শ্যামের বক্তব্য, ‘‘ক্লাব কর্তা, লগ্নিকারী সবার এক টেবলে বসে অনেক আগে চুক্তি নিয়ে ডামাডোল মেটানো উচিত ছিল। দায়ী দু’পক্ষই। লগ্নিকারী টাকা দেবে, তাদের কথা তো শুনতে হবে। আবার ক্লাবের দাবিও সব ফেলে দিলে চলবে না। লগ্নিকারীদেরও ক্লাব কর্তাদের কিছু দাবিদাওয়া মানা উচিত ছিল। তাদেরও এতদিনের অভিজ্ঞতা আছে দল চালানোর। দু’পক্ষের অনড় মনোভাবের জন্য আজ ক্লাবের সম্মানহানি হচ্ছে।’’

আরও পড়ুন : আইএসএলে দেখতে চাই, মহমেডানকে সাহায্যের বার্তা মুখ্যমন্ত্রীর

ক্লাবের আর এক প্রাক্তন সমরেশ চৌধুরি ক্ষোভের সুরে বললেন, ‘‘একটা নিম্নমানের দল মাঠে নেমে লজ্জিত করছে আমাদের। এই পরিস্থিতির জন্য ক্লাব কর্তা, লগ্নিকারী দু’পক্ষই দায়ী। ওদের একগুঁয়েমি, ইগোর জন্যই এই হাল।’’ লগ্নিকারী সংস্থার কর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, নতুন স্বদেশি ও বিদেশির খোঁজ শুরু হয়েছে। দার্ভিসেভিচ, চিমা, মার্সেলাদের বিকল্প তো রাতারাতি পাওয়া যাবে না। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই পাওয়া যেতে পারে ভাল বিদেশি। তখনই গতবার ভাল খেলে যাওয়া ব্রাইট এনোবাখারেকে ফিরিয়ে আনা হতে পারে। কোচের দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে, আইএসএলে দলের বিপর্যয় নিয়ে বুধবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল তাঁবুতে ছিল ক্লাবের কর্মসমিতির বৈঠক। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী লগ্নিকারী সংস্থাকে চিঠি দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। দলের স্বদেশী ও বিদেশি ফুটবলার পরিবর্তনের দাবির পাশাপাশি ক্লাবের সঙ্গে আলোচনায় বসার অনুরোধও করেন কর্তারা।

Latest article