প্রতিবেদন : ডার্বির পরের ম্যাচটাই সব সময় কঠিন হয়। বিশেষ করে বড় ম্যাচে কোনও দলের বিপর্যয় হলে সেই দলের কাছে ঠিক পরের ম্যাচটা খুব কঠিন হয়। আর ইস্টবেঙ্গল তো মঙ্গলবার ওড়িশার বিরুদ্ধে খেলবে। গতবার এই ওড়িশার কাছেই শেষ ম্যাচে ৬ গোল খেয়েছে ইস্টবেঙ্গল। এবার তো ওরা আরও শক্ত প্রতিপক্ষ। এটিকে মোহনবাগান থেকে জাভি হার্নান্ডেজকে দলে নিয়েছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে জাভির দুটো গোল দেখে আমি মুগ্ধ। ওড়িশার আক্রমণভাগ এবার অনেক শক্তিশালী। ব্রাজিলীয় জোনাথাস আর স্প্যানিশ স্ট্রাইকার ক্যাবরেরাকেও সুযোগসন্ধানী মনে হয়েছে। এমন একটা দলের বিরুদ্ধে অনেক অঙ্ক কষে খেলতে হবে। জানি না, দিয়াজের কী রণকৌশল হবে! ডার্বিতে পুরো দল ফ্লপ করলেও কোচের স্ট্র্যাটেজি, দলগঠনে অনেক ভুলভ্রান্তি ছিল।
এটিকে মোহনবাগানের আক্রমণভাগ যেখানে এত শক্তিশালী, সেখানে নিজের দলের রক্ষণ মজবুত করার চেষ্টাই করেননি কোচ।
আরও পড়ুন : হাঁসখালিতে বৃদ্ধার শেষকৃত্যে গিয়ে মুহুরি পরিবার প্রায় শেষ
রাজু গায়কোয়াড় স্টপারের প্লেয়ার। ও কেন সাইড ব্যাক খেলবে? ডার্বির প্রথম একাদশে এতগুলো বদল দেখে আমি তো অবাক হয়েছিলাম। কোচ হয়তো এই ম্যাচেও প্রথম একাদশে বদল আনবেন। কিন্তু ম্যানুয়েল দিয়াজকে সঠিক রণকৌশল তৈরি করে দল নামাতে হবে। সঠিক জায়গায় সঠিক ফুটবলার নির্বাচন করতে হবে। অরিন্দমের চোট থাকায় গোলে শুভম সেন শুরু থেকে খেলবে। ডার্বিতে পরে নেমে ভাল খেলায় আগামী কয়েকটা ম্যাচ শুভম খেললে ওর আত্মবিশ্বাসও বাড়বে। অরিন্দমও ফিট হয়ে ডার্বির খারাপ দিন ভোলার সময় পাবে।
পাশাপাশি ডার্বিতে বিপর্যয়ের বাহাত্তর ঘণ্টার মধ্যে আইএসএলে আরও একটা কঠিন ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার তিলক ময়দানে লাল-হলুদের সামনে এবার ওড়িশা এফসি। যারা প্রথম ম্যাচেই জাভি হার্নান্ডেজের জোড়া গোলে বেঙ্গালুরু এফসি’কে হারিয়ে চমক দিয়েছে। এবার অনেক শক্তিশালী দল ওড়িশা। জাভির ফ্রি-কিক, ডেড বল সামলাতে হিমশিম খেয়েছে বেঙ্গালুরুর রক্ষণ। রয় কৃষ্ণ-মনবীরদের থামানো যায়নি। ছন্দে থাকা জাভি-জোনাথাসদের আটকাতে অনেক হোমওয়ার্ক করে নামতে হবে দিয়াজকে।
ওড়িশা ম্যাচের ২৪ ঘণ্টা আগে দলের স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ বললেন, ‘‘এটা নতুন ম্যাচ, নতুন লড়াই। ফুটবলার, সাপোর্ট স্টাফ সবাই চেষ্টা করছে পারফরম্যান্সের উন্নতি ঘটিয়ে দলের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য। ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই আমাদের প্রধান লক্ষ্য।’’
ইস্টবেঙ্গল কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, মঙ্গলবারের ম্যাচে দলে কয়েকটি পরিবর্তন হচ্ছে। ডার্বিতে তিন গোল খাওয়া গোলকিপার তথা অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য চোটের জন্য ওড়িশার বিরুদ্ধে খেলবেন না। দিয়াজ এদিন জানিয়ে দিলেন, পরিবর্ত হিসেবে প্রথমবার বড় ম্যাচ খেলতে নেমে ভালভাবে গোল সামলানো শুভম সেন মঙ্গলবার খেলবেন। ডার্বিতে পরে নেমে ভাল খেলা আদিল খানের শুরু থেকে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিলেন না লাল-হলুদ কোচ। চাপে থাকা দিয়াজ বললেন, ‘‘আমাদের আসল লক্ষ্য, সেরা একাদশ নামানো, যারা ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতাবে।’’