মনোনয়নে উন্নয়নের শপথ

Must read

প্রতিবেদন : সোমবার সকাল থেকেই পুরভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুমুল তৎপরতা তৃণমূল কংগ্রেস শিবিরে। হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি নতুনরাও এদিন মনোনয়ন পত্র জমা দিলেন। এর জেরে সকাল থেকেই জমজমাট নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিং চত্বর। শহরের উত্তর থেকে দক্ষিণের প্রার্থীরা কোভিড বিধি মেনে জমা দিলেন পুরভোটের মনোনয়ন। এদিন সকালেই শহরের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। জমা দিয়ে তিনি বলেন, এবার নিয়ে ন’বার পুরভোটে লড়তে নেমেছি। আমার কাছে এটা নতুন কিছু নয়। আমি শুধু নিজের ওয়ার্ড নিয়ে নয়, পুরোটা নিয়েই ভাবি। আমার পাশে আমার পুরো পরিবার রয়েছে। কারণ, আমার পরিবারই আমার শক্তি, এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। সেই শক্তি নিয়েই আরও একবার ভোটের ময়দানে নেমেছি। তাঁর পাশাপাশি দলের আরও এক পুরনো কাউন্সিলর ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, দেবাশিস কুমার, সৌরভ বসুরাও এদিন তাঁদের মনোনয়ন জমা দিলেন। মনোনয়ন জমা দিয়ে মালা রায় বলেন, নিজের জয় নিয়ে তিনি ভাবছেন না। শুধু নিজের ওয়ার্ড নয়, তাঁর ভাবনায় রয়েছে গোটা কলকাতাই। জেতার পর গোটা কলকাতার উন্নয়ন যে তাঁদের পাখির চোখ তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ৮৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী। তিনি আরও বলেন, তাঁরা কলকাতার জন্য একটি সার্বিক পরিকল্পনা ধরেই এগোতে চান। এর পাশাপাশি দীর্ঘদিনের পুর প্রতিনিধি ও বর্তমান বিধায়ক দেবাশিস কুমারও এদিন মনোনয়ন জমা দিলেন।

আরও পড়ুন : হাঁসখালিতে বৃদ্ধার শেষকৃত্যে গিয়ে মুহুরি পরিবার প্রায় শেষ

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের সাহায্য নিয়ে গত কয়েক বছরে কলকাতা পুরসভা যে কাজ করেছে তার নিরিখেই এবার মানুষের আশীর্বাদ চাইছি। সেই সঙ্গে তিনি তরুণদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বানও জানান। তিনি বলেন, তরুণরা যত বেশি করে এগিয়ে আসবে তাতে পুর পরিষেবার মান আরও উন্নত হবে। এবারই প্রথম প্রার্থী হয়েছেন তরুণ সৌরভ বসু। তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে। মাকে সঙ্গে নিয়ে এদিন জীবনের প্রথম ভোটের মনোনয়ন জমা দিলেন সৌরভ। ছেলের জয় নিয়ে আশাবাদী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সৌরভ রাজনীতিতে নতুন। মনোনয়ন দিয়ে দল ওঁর কাজের স্বীকৃতি দিয়েছে। এবার ওঁকে সেই স্বীকৃতির মর্যাদা রাখতে হবে। সেই সঙ্গে দলের কাজ করার পাশাপাশি মানুষের জন্য কাজ করার যে অঙ্গীকার নিয়ে সৌরভ রাজনীতিতে নেমেছে সারা জীবন ধরে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এঁদের পাশাপাশি এদিন মনোনয়নপত্র জমা দিলেন ৭৪ নম্বর ওয়ার্ডের দেবলীনা বিশ্বাস, ৯০ নম্বরের চৈতালি চট্টোপাধ্যায়, ৭০ নম্বরের অসীম বোস-সহ আরও অনেকে।

Latest article